শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-আ'লা আয়াত সংখ্যাঃ 19 - মাক্কী
سَبِّحِ
মহিমা ঘোষণা করো
Glorify

ٱسْمَ
নামের
(the) name

رَبِّكَ
তোমার রবের
(of) your Lord

ٱلْأَعْلَى
সুমহান
the Most High

ٱلَّذِى
যিনি
The One Who

خَلَقَ
সৃষ্টি করেছেন
created

فَسَوَّىٰ
অতঃপর সুবিন্যস্ত করেছেন
then proportioned

وَٱلَّذِى
এবং যিনি
And the One Who

قَدَّرَ
নিয়তি নির্ধারণ করেছেন
measured

فَهَدَىٰ
অতঃপর পথ দেখিয়েছেন
then guided

وَٱلَّذِىٓ
এবং যিনি
And the One Who

أَخْرَجَ
উৎপন্ন করেছেন
brings forth

ٱلْمَرْعَىٰ
তৃণ
the pasture

فَجَعَلَهُۥ
অতঃপর তা পরিণত করেছেন
And then made it

غُثَآءً
আবর্জনায়
stubble

أَحْوَىٰ
কালো
dark

سَنُقْرِئُكَ
তোমাকে শীঘ্রই আমরা পড়িয়ে দেব
We will make you recite

فَلَا
অতঃপর না
so not

تَنسَىٰٓ
তুমি ভুলবে
you will forget

إِلَّا
এ ব্যতীত
Except

مَا
যা
what

شَآءَ
ইচ্ছা করেন
wills

ٱللَّهُ
আল্লাহ্‌
Allah

إِنَّهُۥ
নিশ্চয়ই তিনি
Indeed, He

يَعْلَمُ
জানেন
knows

ٱلْجَهْرَ
প্রকাশ্য (বিষয়)
the manifest

وَمَا
ও যা কিছু
and what

يَخْفَىٰ
কেউ গোপন করে
is hidden

وَنُيَسِّرُكَ
এবং আমরা তোমাকে সহজ করে দিবো
And We will ease you

لِلْيُسْرَىٰ
সহজ (পন্থাকে)
to the ease

فَذَكِّرْ
অতঃপর উপদেশ দাও
So remind

إِن
যদি
if

نَّفَعَتِ
কল্যাণকর হয়
benefits

ٱلذِّكْرَىٰ
উপদেশ
the reminder

১০
سَيَذَّكَّرُ
সে শীঘ্রই শিক্ষা নেবে
He will pay heed -

مَن
যে
(one) who

يَخْشَىٰ
ভয় করে
fears (Allah)

১১
وَيَتَجَنَّبُهَا
আর তা পাশ কাটাবে/ উপেক্ষা করবে
And will avoid it

ٱلْأَشْقَى
নিতান্তই হতভাগা
the wretched one

১২
ٱلَّذِى
যে
The one who

يَصْلَى
প্রবেশ করবে
will burn

ٱلنَّارَ
আগুনে
(in) the Fire

ٱلْكُبْرَىٰ
ভয়াবহ
[the] great

১৩
ثُمَّ
অতঃপর
Then

لَا
না
not

يَمُوتُ
সে মরবে
he will die

فِيهَا
তার মধ্যে
therein

وَلَا
আর না
and not

يَحْيَىٰ
বাঁচবে
will live

১৪
قَدْ
নিশ্চয়ই
Certainly

أَفْلَحَ
সে সাফল্য পেলো
has succeeded

مَن
যে
(one) who

تَزَكَّىٰ
পবিত্র হলো
purifies (himself)

১৫
وَذَكَرَ
স্মরণ করল
And remembers

ٱسْمَ
নাম
(the) name

رَبِّهِۦ
তার রবের
(of) his Lord

فَصَلَّىٰ
অতঃপর সে সালাত পড়ল
and prays

১৬
بَلْ
বরং
Nay!

تُؤْثِرُونَ
তোমরা প্রাধান্য দাও
You prefer

ٱلْحَيَوٰةَ
জীবনকে
the life

ٱلدُّنْيَا
দুনিয়ার/ পার্থিব
(of) the world

১৭
وَٱلْءَاخِرَةُ
অথচ পরকাল
While the Hereafter

خَيْرٌ
উত্তম
(is) better

وَأَبْقَىٰٓ
ও স্থায়ী
and ever lasting

১৮
إِنَّ
নিশ্চয়ই
Indeed

هَٰذَا
এটা (ছিল)
this

لَفِى
অবশ্যই মধ্যে
surely (is) in

ٱلصُّحُفِ
সহীফাসমূহের
the Scriptures

ٱلْأُولَىٰ
পূর্ববর্তী
[the] former

১৯
صُحُفِ
সহীফাসমূহে
(The) Scriptures

إِبْرَٰهِيمَ
ইব্রাহীমের
(of) Ibrahim

وَمُوسَىٰ
ও মূসার
and Musa

দেখানো হচ্ছেঃ থেকে ১৯ পর্যন্ত, সর্বমোট ১৯ টি রেকর্ডের মধ্য থেকে