শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আবাসা আয়াত সংখ্যাঃ 42 - মাক্কী

(1)

عَبَسَ

সে ভ্রুকুঞ্চিত করল

He frowned


وَتَوَلَّىٰٓ

ও (মুখ ফিরালো) অনাগ্রহ দেখালো

and turned away


(2)

أَن

(এ জন্যে) যে

Because


جَآءَهُ

তার (কাছে) এসেছে

came to him


ٱلْأَعْمَىٰ

এক অন্ধ

the blind man


(3)

وَمَا

এবং কিসে

But what


يُدْرِيكَ

তোমাকে জানাবে

would make you know


لَعَلَّهُۥ

সে হয়তো

that he might


يَزَّكَّىٰٓ

পরিশুদ্ধ হতো

purify himself


(4)

أَوْ

বা

Or


يَذَّكَّرُ

উপদেশ গ্রহণ করতো

be reminded


فَتَنفَعَهُ

তাকে অতঃপর উপকার দিত

so would benefit him


ٱلذِّكْرَىٰٓ

উপদেশ

the reminder?


(5)

أَمَّا

পক্ষান্তরে

As for


مَنِ

যে

(him) who


ٱسْتَغْنَىٰ

বেপরোয়া হলো (উন্নাসিকতা দেখালো)

considers himself free from need


(6)

فَأَنتَ

অথচ তুমি

So you


لَهُۥ

তার জন্যে

to him


تَصَدَّىٰ

মনযোগ দিচ্ছো

give attention


(7)

وَمَا

কিন্তু নাই

And not


عَلَيْكَ

তোমার উপর (দায়িত্ব)

upon you


أَلَّا

যদি না

that not


يَزَّكَّىٰ

সে পরিশুদ্ধ হয়

he purifies himself


(8)

وَأَمَّا

আর অন্যপক্ষে

But as for


مَن

যে

(he) who


جَآءَكَ

তোমার কাছে আসল

came to you


يَسْعَىٰ

দৌড়ে

striving


(9)

وَهُوَ

এবং সে

While he


يَخْشَىٰ

ভয় করে

fears


(10)

فَأَنتَ

অথচ তুমি

But you


عَنْهُ

তার থেকে

from him


تَلَهَّىٰ

অনীহা প্রকাশ করছ

(are) distracted


(11)

كَلَّآ

কখনও না

Nay!


إِنَّهَا

নিশ্চয়ই তা

Indeed it


تَذْكِرَةٌ

উপদেশ

(is) a reminder


(12)

فَمَن

অতএব যে

So whosoever


شَآءَ

চায়

wills


ذَكَرَهُۥ

(তা স্মরণ করবে) তা গ্রহণ করবে

may remember it


(13)

فِى

মধ্যে (লিপিবদ্ধ)

In


صُحُفٍ

সহিফাসমূহের

sheets


مُّكَرَّمَةٍ

(যা) সম্মানিত

honored


(14)

مَّرْفُوعَةٍ

উচ্চ মর্যাদাসম্পন্ন

Exalted


مُّطَهَّرَةٍۭ

পবিত্র

purified


(15)

بِأَيْدِى

হাতে

In (the) hands


سَفَرَةٍ

দূতদের

(of) scribes


(16)

كِرَامٍۭ

সম্মানিত

Noble


بَرَرَةٍ

সততাসম্পন্ন

dutiful


(17)

قُتِلَ

ধ্বংস হোক

Is destroyed


ٱلْإِنسَٰنُ

মানুষ

the man


مَآ

কতই না

how


أَكْفَرَهُۥ

তা অমান্যকারী

ungrateful is he!


(18)

مِنْ

থেকে

From


أَىِّ

কোন

what


شَىْءٍ

বস্তু

thing


خَلَقَهُۥ

তিনি তাকে সৃষ্টি করেছেন

He created him?


(19)

مِن

হতে

From


نُّطْفَةٍ

শুক্র ফোঁটা

a sperm drop


خَلَقَهُۥ

তিনি তাকে সৃষ্টি করেছেন

He created him


فَقَدَّرَهُۥ

অতঃপর তার নিয়তি নির্দিষ্ট করেছেন

then He proportioned him


(20)

ثُمَّ

এরপর

Then


ٱلسَّبِيلَ

পথ

the way


يَسَّرَهُۥ

তার (জন্যে) সহজ করেছেন

He made easy for him


দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৪২ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 পরের পাতা »