শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-মুদ্দাসসির আয়াত সংখ্যাঃ 56 - মাক্কী

(1)

يَٰٓأَيُّهَا

হে

O you


ٱلْمُدَّثِّرُ

চাদরাবৃত

who covers himself!


(2)

قُمْ

উঠ

Stand up


فَأَنذِرْ

সতর্ক কর অতঃপর

and warn


(3)

وَرَبَّكَ

ও তোমার রবের

And your Lord


فَكَبِّرْ

অতঃপর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর

magnify


(4)

وَثِيَابَكَ

এবং তোমার কাপড়

And your clothing


فَطَهِّرْ

অতঃপর পবিত্র কর

purify


(5)

وَٱلرُّجْزَ

এবং অপবিত্রতা

And uncleanliness


فَٱهْجُرْ

অতএব দূরে থাক

avoid


(6)

وَلَا

এবং না

And (do) not


تَمْنُن

অনুগ্রহ করো

confer favor


تَسْتَكْثِرُ

বেশী পাওয়ার আশায়

(to) acquire more


(7)

وَلِرَبِّكَ

এবং তোমার রবের জন্যে

And for your Lord


فَٱصْبِرْ

অতএব সবর কর

be patient


(8)

فَإِذَا

অতঃপর যখন

Then when


نُقِرَ

ফুক দেয়া হবে

is blown


فِى

মধ্যে

in


ٱلنَّاقُورِ

সিঙ্গায়

the trumpet


(9)

فَذَٰلِكَ

অতএব সেই

That


يَوْمَئِذٍ

(হবে) দিন

Day


يَوْمٌ

দিন

(will be) a Day


عَسِيرٌ

কঠিন

difficult


(10)

عَلَى

উপর

For


ٱلْكَٰفِرِينَ

কাফিরদের

the disbelievers -


غَيْرُ

নয়

not


يَسِيرٍ

সহজ

easy


(11)

ذَرْنِى

আমাকে ছাড়

Leave Me


وَمَنْ

আর যাকে

and whom


خَلَقْتُ

আমি সৃষ্টি করেছি

I created


وَحِيدًا

একেলা

alone


(12)

وَجَعَلْتُ

এবং আমি বানিয়েছি

And I granted


لَهُۥ

তার জন্যে

to him


مَالًا

সম্পদ

wealth


مَّمْدُودًا

বিপুল

extensive


(13)

وَبَنِينَ

এবং সন্তানাদি

And children


شُهُودًا

সদা উপস্থিত

present


(14)

وَمَهَّدتُّ

এবং আমি সুগম করেছি

And I spread


لَهُۥ

তার জন্যে

for him


تَمْهِيدًا

প্রচুর স্বচ্ছলতা

ease


(15)

ثُمَّ

এরপর

Then


يَطْمَعُ

লালসা সে করে

he desires


أَنْ

যে

that


أَزِيدَ

অধিক দিব আমি

I (should) add more


(16)

كَلَّآ

কক্ষণও না

By no means!


إِنَّهُۥ

সে নিশ্চয়

Indeed he


كَانَ

হল

has been


لِءَايَٰتِنَا

আমাদের নিদর্শনাদির প্রতি

to Our Verses


عَنِيدًا

শত্রুতা ভাবাপন্ন

stubborn


(17)

سَأُرْهِقُهُۥ

তাকে চড়াব আমি শীঘ্রই

Soon I will cover Him


صَعُودًا

কঠিন চড়াইয়ে

(with) a laborious punishment


(18)

إِنَّهُۥ

সে নিশ্চয়ই

Indeed he


فَكَّرَ

চিন্তা করল

thought


وَقَدَّرَ

এবং সে সিদ্ধান্ত নিল

and plotted


(19)

فَقُتِلَ

সে নস্যাৎ তাই হয়েছে

So may he be destroyed


كَيْفَ

কেমন

how


قَدَّرَ

সে সিদ্ধান্ত নিল

he plotted!


(20)

ثُمَّ

আবারও

Then


قُتِلَ

মার পড়ল

may he be destroyed


كَيْفَ

কেমন

how


قَدَّرَ

সিদ্ধান্ত নিল

he plotted!


দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৫৬ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 পরের পাতা »