শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ কাফ আয়াত সংখ্যাঃ 45 - 
          
                       মাক্কী
                              
        
        
			 
    ১
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        قٓ    
						
						
                        কা-ফ
Qaf
						
                    
                    
                Qaf
    
        وَٱلْقُرْءَانِ    
						
						
                        শপথ কুরআনের
By the Quran
						
                    
                    
                By the Quran
    
        ٱلْمَجِيدِ    
						
						
                        সম্মানিত
the Glorious
						
                    
                    
                the Glorious
			 
    ২
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        بَلْ    
						
						
                        বরং
Nay
						
                    
                    
                Nay
    
        عَجِبُوٓا۟    
						
						
                        তারা অবাক হয়েছে
they wonder
						
                    
                    
                they wonder
    
        أَن    
						
						
                        যে
that
						
                    
                    
                that
    
        جَآءَهُم    
						
						
                        তাদের কাছে এসেছে
has come to them
						
                    
                    
                has come to them
    
        مُّنذِرٌ    
						
						
                        একজন সতর্ককারী
a warner
						
                    
                    
                a warner
    
        مِّنْهُمْ    
						
						
                        তাদের মধ্য হতে
from them
						
                    
                    
                from them
    
        فَقَالَ    
						
						
                        বলে তাই
So say
						
                    
                    
                So say
    
        ٱلْكَٰفِرُونَ    
						
						
                        অস্বীকারকারীরা
the disbelievers
						
                    
                    
                the disbelievers
    
        هَٰذَا    
						
						
                        "এটা
"This
						
                    
                    
                "This
    
        شَىْءٌ    
						
						
                        ব্যাপার
(is) a thing
						
                    
                    
                (is) a thing
    
        عَجِيبٌ    
						
						
                        আজব
amazing
						
                    
                    
                amazing
			 
    ৩
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        أَءِذَا    
						
						
                        যখন কি
What! When
						
                    
                    
                What! When
    
        مِتْنَا    
						
						
                        আমরা মারা যাব
we die
						
                    
                    
                we die
    
        وَكُنَّا    
						
						
                        এবংআমরা হব
and have become
						
                    
                    
                and have become
    
        تُرَابًا    
						
						
                        মাটি (তখন পুনরুথিত হব)
dust
						
                    
                    
                dust
    
        ذَٰلِكَ    
						
						
                        সেই
That
						
                    
                    
                That
    
        رَجْعٌۢ    
						
						
                        প্রত্যাবর্তন (হবে)
(is) a return
						
                    
                    
                (is) a return
    
        بَعِيدٌ    
						
						
                        সুদূর পরাহত"
far"
						
                    
                    
                far"
			 
    ৪
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        قَدْ    
						
						
                        নিশ্চয়ই
Certainly
						
                    
                    
                Certainly
    
        عَلِمْنَا    
						
						
                        আমরা জানি
We know
						
                    
                    
                We know
    
        مَا    
						
						
                        যা
what
						
                    
                    
                what
    
        تَنقُصُ    
						
						
                        ক্ষয় করে
diminishes
						
                    
                    
                diminishes
    
        ٱلْأَرْضُ    
						
						
                        মাটি
the earth
						
                    
                    
                the earth
    
        مِنْهُمْ    
						
						
                        তাদের যে অংশ
of them
						
                    
                    
                of them
    
        وَعِندَنَا    
						
						
                        এবং আমাদের কাছে আছে
and with Us
						
                    
                    
                and with Us
    
        كِتَٰبٌ    
						
						
                        একটি কিতাব
(is) a Book
						
                    
                    
                (is) a Book
    
        حَفِيظٌۢ    
						
						
                        সংরক্ষণকারী
guarded
						
                    
                    
                guarded
			 
    ৫
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        بَلْ    
						
						
                        বরং
Nay
						
                    
                    
                Nay
    
        كَذَّبُوا۟    
						
						
                        তারা প্রত্যাখ্যান করেছে
they denied
						
                    
                    
                they denied
    
        بِٱلْحَقِّ    
						
						
                        মহাসত্যকে
the truth
						
                    
                    
                the truth
    
        لَمَّا    
						
						
                        যখন
when
						
                    
                    
                when
    
        جَآءَهُمْ    
						
						
                        তাদের কাছে এসেছে
it came (to) them
						
                    
                    
                it came (to) them
    
        فَهُمْ    
						
						
                        তারা অতএব
so they
						
                    
                    
                so they
    
        فِىٓ    
						
						
                        মধ্যে
(are) in
						
                    
                    
                (are) in
    
        أَمْرٍ    
						
						
                        এ বিষয়ের
a state
						
                    
                    
                a state
    
        مَّرِيجٍ    
						
						
                        সংশয়ে দোদুল্যমান
confused
						
                    
                    
                confused
			 
    ৬
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        أَفَلَمْ    
						
						
                        নি তবে কি
Then do not
						
                    
                    
                Then do not
    
        يَنظُرُوٓا۟    
						
						
                        তারা লক্ষ্য করে
they look
						
                    
                    
                they look
    
        إِلَى    
						
						
                        প্রতি
at
						
                    
                    
                at
    
        ٱلسَّمَآءِ    
						
						
                        আকাশের
the sky
						
                    
                    
                the sky
    
        فَوْقَهُمْ    
						
						
                        তাদের উপরে
above them -
						
                    
                    
                above them -
    
        كَيْفَ    
						
						
                        কিভাবে
how
						
                    
                    
                how
    
        بَنَيْنَٰهَا    
						
						
                        তা আমরা নির্মাণ করেছি
We structured it
						
                    
                    
                We structured it
    
        وَزَيَّنَّٰهَا    
						
						
                        ও তা আমরা সুশোভিত করেছি
and adorned it
						
                    
                    
                and adorned it
    
        وَمَا    
						
						
                        এবং নেই
and not
						
                    
                    
                and not
    
        لَهَا    
						
						
                        তাতে
for it
						
                    
                    
                for it
    
        مِن    
						
						
                        কোনো
any
						
                    
                    
                any
    
        فُرُوجٍ    
						
						
                        ফাটল
rifts?
						
                    
                    
                rifts?
			 
    ৭
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَٱلْأَرْضَ    
						
						
                        এবং ভূমিকে
And the earth
						
                    
                    
                And the earth
    
        مَدَدْنَٰهَا    
						
						
                        তা আমরা বিস্তৃত করেছি
We have spread it out
						
                    
                    
                We have spread it out
    
        وَأَلْقَيْنَا    
						
						
                        এবং আমরা স্থাপন করেছি
and cast
						
                    
                    
                and cast
    
        فِيهَا    
						
						
                        তাতে
therein
						
                    
                    
                therein
    
        رَوَٰسِىَ    
						
						
                        পর্বতমালা
firmly set mountains
						
                    
                    
                firmly set mountains
    
        وَأَنۢبَتْنَا    
						
						
                        এবং আমরা উৎপন্ন করেছি
and We made to grow
						
                    
                    
                and We made to grow
    
        فِيهَا    
						
						
                        তাতে
therein
						
                    
                    
                therein
    
        مِن    
						
						
                        ধরণের
of
						
                    
                    
                of
    
        كُلِّ    
						
						
                        প্রত্যেক
every
						
                    
                    
                every
    
        زَوْجٍۭ    
						
						
                        (উদ্ভিদ) জোড়া জোড়া
kind
						
                    
                    
                kind
    
        بَهِيجٍ    
						
						
                        নয়নজুড়ানো
beautiful
						
                    
                    
                beautiful
			 
    ৮
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        تَبْصِرَةً    
						
						
                        ও (এসব কিছু) দৃষ্টিপ্রসারণকারী
Giving insight
						
                    
                    
                Giving insight
    
        وَذِكْرَىٰ    
						
						
                        ও শিক্ষাপ্রদ
and a reminder
						
                    
                    
                and a reminder
    
        لِكُلِّ    
						
						
                        প্রত্যেকের জন্যে
for every
						
                    
                    
                for every
    
        عَبْدٍ    
						
						
                        বান্দার/ দাসের
slave
						
                    
                    
                slave
    
        مُّنِيبٍ    
						
						
                        যে প্রত্যাবর্তনকারী (আল্লাহর দিকে)
who turns
						
                    
                    
                who turns
			 
    ৯
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَنَزَّلْنَا    
						
						
                        এবং আমরা অবতীর্ণ করেছি
And We have sent down
						
                    
                    
                And We have sent down
    
        مِنَ    
						
						
                        থেকে
from
						
                    
                    
                from
    
        ٱلسَّمَآءِ    
						
						
                        আকাশ
the sky
						
                    
                    
                the sky
    
        مَآءً    
						
						
                        পানি
water
						
                    
                    
                water
    
        مُّبَٰرَكًا    
						
						
                        উপকারী
blessed
						
                    
                    
                blessed
    
        فَأَنۢبَتْنَا    
						
						
                        এরপর আমরা  উৎপন্ন করেছি
then We made to grow
						
                    
                    
                then We made to grow
    
        بِهِۦ    
						
						
                        তা দিয়ে
thereby
						
                    
                    
                thereby
    
        جَنَّٰتٍ    
						
						
                        বাগানসমূহ
gardens
						
                    
                    
                gardens
    
        وَحَبَّ    
						
						
                        ও শস্যাদি
and grain
						
                    
                    
                and grain
    
        ٱلْحَصِيدِ    
						
						
                        কৃষিজাত
(for) the harvest
						
                    
                    
                (for) the harvest
			 
    ১০
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَٱلنَّخْلَ    
						
						
                        এবং খেজুর গাছসমূহ
And the palms trees
						
                    
                    
                And the palms trees
    
        بَاسِقَٰتٍ    
						
						
                        উঁচু
tall -
						
                    
                    
                tall -
    
        لَّهَا    
						
						
                        তার আছে
for it
						
                    
                    
                for it
    
        طَلْعٌ    
						
						
                        খেজুর গুচ্ছ
(are) layers
						
                    
                    
                (are) layers
    
        نَّضِيدٌ    
						
						
                        থরে থরে সাজানো
arranged
						
                    
                    
                arranged
			 
    ১১
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        رِّزْقًا    
						
						
                        জীবিকা
A provision
						
                    
                    
                A provision
    
        لِّلْعِبَادِ    
						
						
                        দাসদের/ বান্দাদের জন্যে
for the slaves
						
                    
                    
                for the slaves
    
        وَأَحْيَيْنَا    
						
						
                        এবং আমরা জীবিত করি
and We give life
						
                    
                    
                and We give life
    
        بِهِۦ    
						
						
                        তা দিয়ে
therewith
						
                    
                    
                therewith
    
        بَلْدَةً    
						
						
                        ভূমিকে
(to) a land
						
                    
                    
                (to) a land
    
        مَّيْتًا    
						
						
                        মৃত
dead
						
                    
                    
                dead
    
        كَذَٰلِكَ    
						
						
                        এভাবেই
Thus
						
                    
                    
                Thus
    
        ٱلْخُرُوجُ    
						
						
                        উত্থান (হবে)
(will be) the coming forth
						
                    
                    
                (will be) the coming forth
			 
    ১২
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        كَذَّبَتْ    
						
						
                        মিথ্যা বলে  অস্বীকার করেছে
Denied
						
                    
                    
                Denied
    
        قَبْلَهُمْ    
						
						
                        তাদের পূর্বে
before them
						
                    
                    
                before them
    
        قَوْمُ    
						
						
                        জাতি
(the) people
						
                    
                    
                (the) people
    
        نُوحٍ    
						
						
                        নূহের
(of) Nuh
						
                    
                    
                (of) Nuh
    
        وَأَصْحَٰبُ    
						
						
                        ও অধিবাসীরা
and (the) companions
						
                    
                    
                and (the) companions
    
        ٱلرَّسِّ    
						
						
                        কূপ
(of) Ar-Raas
						
                    
                    
                (of) Ar-Raas
    
        وَثَمُودُ    
						
						
                        ও সামুদ
and Thamud
						
                    
                    
                and Thamud
			 
    ১৩
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَعَادٌ    
						
						
                        এবং আদ
And Aad
						
                    
                    
                And Aad
    
        وَفِرْعَوْنُ    
						
						
                        ও ফিরআউন
and Firaun
						
                    
                    
                and Firaun
    
        وَإِخْوَٰنُ    
						
						
                        ও ভাইয়েরা
and (the) brothers
						
                    
                    
                and (the) brothers
    
        لُوطٍ    
						
						
                        লূতের
(of) Lut
						
                    
                    
                (of) Lut
			 
    ১৪
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَأَصْحَٰبُ    
						
						
                        এবং অধিবাসীরা
And (the) companions
						
                    
                    
                And (the) companions
    
        ٱلْأَيْكَةِ    
						
						
                        আইকার
(of) the wood
						
                    
                    
                (of) the wood
    
        وَقَوْمُ    
						
						
                        ও জাতি
and (the) people
						
                    
                    
                and (the) people
    
        تُبَّعٍ    
						
						
                        তুব্বা
(of) Tubba
						
                    
                    
                (of) Tubba
    
        كُلٌّ    
						
						
                        প্রত্যেকে
All
						
                    
                    
                All
    
        كَذَّبَ    
						
						
                        মিথ্যা বলে অমান্য করেছে
denied
						
                    
                    
                denied
    
        ٱلرُّسُلَ    
						
						
                        রাসূলদেরকে
the Messengers
						
                    
                    
                the Messengers
    
        فَحَقَّ    
						
						
                        ফলে সত্য হয়েছে
so was fulfilled
						
                    
                    
                so was fulfilled
    
        وَعِيدِ    
						
						
                        আমার ভীতিপ্রদর্শন (শাস্তি পেয়েছে)
My Threat
						
                    
                    
                My Threat
			 
    ১৫
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        أَفَعَيِينَا    
						
						
                        আমরা তবে অক্ষম হয়ে পড়েছি কি
Were We then tired
						
                    
                    
                Were We then tired
    
        بِٱلْخَلْقِ    
						
						
                        সৃষ্টিতে
with the creation
						
                    
                    
                with the creation
    
        ٱلْأَوَّلِ    
						
						
                        প্রথম
the first?
						
                    
                    
                the first?
    
        بَلْ    
						
						
                        বরং
Nay
						
                    
                    
                Nay
    
        هُمْ    
						
						
                        তারা
they
						
                    
                    
                they
    
        فِى    
						
						
                        মধ্যে আছে
(are) in
						
                    
                    
                (are) in
    
        لَبْسٍ    
						
						
                        সন্দেহের
doubt
						
                    
                    
                doubt
    
        مِّنْ    
						
						
                        সম্পর্কে
about
						
                    
                    
                about
    
        خَلْقٍ    
						
						
                        সৃষ্টি
a creation
						
                    
                    
                a creation
    
        جَدِيدٍ    
						
						
                        নতুন
new
						
                    
                    
                new
			 
    ১৬
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَلَقَدْ    
						
						
                        এবং নিশ্চয়ই
And certainly
						
                    
                    
                And certainly
    
        خَلَقْنَا    
						
						
                        আমরা সৃষ্টি করেছি
We created
						
                    
                    
                We created
    
        ٱلْإِنسَٰنَ    
						
						
                        মানুষকে
man
						
                    
                    
                man
    
        وَنَعْلَمُ    
						
						
                        এবং  আমরা জানি
and We know
						
                    
                    
                and We know
    
        مَا    
						
						
                        যা
what
						
                    
                    
                what
    
        تُوَسْوِسُ    
						
						
                        কুমন্ত্রণা দেয়
whispers
						
                    
                    
                whispers
    
        بِهِۦ    
						
						
                        তা সম্পর্কে
to him
						
                    
                    
                to him
    
        نَفْسُهُۥ    
						
						
                        (অর্থাৎ) তার প্রবৃত্তি
his soul
						
                    
                    
                his soul
    
        وَنَحْنُ    
						
						
                        এবং আমরা
and We
						
                    
                    
                and We
    
        أَقْرَبُ    
						
						
                        অধিক নিকটে
(are) nearer
						
                    
                    
                (are) nearer
    
        إِلَيْهِ    
						
						
                        তার
to him
						
                    
                    
                to him
    
        مِنْ    
						
						
                        চেয়েও
than
						
                    
                    
                than
    
        حَبْلِ    
						
						
                        ধমনী/ শিরার
(his) jugular vein
						
                    
                    
                (his) jugular vein
    
        ٱلْوَرِيدِ    
						
						
                        ঘাড়ের
(his) jugular vein
						
                    
                    
                (his) jugular vein
			 
    ১৭
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        إِذْ    
						
						
                        যখন
When
						
                    
                    
                When
    
        يَتَلَقَّى    
						
						
                        গ্রহণ করে (অর্থাৎ লিখে)
receive
						
                    
                    
                receive
    
        ٱلْمُتَلَقِّيَانِ    
						
						
                        দুজন গ্রহণকারী (লেখক)
the two receivers
						
                    
                    
                the two receivers
    
        عَنِ    
						
						
                        থেকে
on
						
                    
                    
                on
    
        ٱلْيَمِينِ    
						
						
                        ডান দিক
the right
						
                    
                    
                the right
    
        وَعَنِ    
						
						
                        ও থেকে
and on
						
                    
                    
                and on
    
        ٱلشِّمَالِ    
						
						
                        ও বাম দিক
the left
						
                    
                    
                the left
    
        قَعِيدٌ    
						
						
                        বসে
seated
						
                    
                    
                seated
			 
    ১৮
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        مَّا    
						
						
                        না
Not
						
                    
                    
                Not
    
        يَلْفِظُ    
						
						
                        সে উচ্চারণ করে
he utters
						
                    
                    
                he utters
    
        مِن    
						
						
                        কোনো
any
						
                    
                    
                any
    
        قَوْلٍ    
						
						
                        কথা
word
						
                    
                    
                word
    
        إِلَّا    
						
						
                        এছাড়া যে
but
						
                    
                    
                but
    
        لَدَيْهِ    
						
						
                        তার কাছে (থাকে)
with him
						
                    
                    
                with him
    
        رَقِيبٌ    
						
						
                        প্রহরী
(is) an observer
						
                    
                    
                (is) an observer
    
        عَتِيدٌ    
						
						
                        তৎপর
ready
						
                    
                    
                ready
			 
    ১৯
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَجَآءَتْ    
						
						
                        এবং আসবে
And will come
						
                    
                    
                And will come
    
        سَكْرَةُ    
						
						
                        যন্ত্রণা
(the) stupor
						
                    
                    
                (the) stupor
    
        ٱلْمَوْتِ    
						
						
                        মৃত্যুর
(of) death
						
                    
                    
                (of) death
    
        بِٱلْحَقِّ    
						
						
                        সত্য সহকারে
in truth
						
                    
                    
                in truth
    
        ذَٰلِكَ    
						
						
                        "(বলা হবে এটা) তাই
"That
						
                    
                    
                "That
    
        مَا    
						
						
                        যা
(is) what
						
                    
                    
                (is) what
    
        كُنتَ    
						
						
                        তুমি ছিলে
you were
						
                    
                    
                you were
    
        مِنْهُ    
						
						
                        তা হতে
[from it]
						
                    
                    
                [from it]
    
        تَحِيدُ    
						
						
                        পাশ কাটাতে/ পালিয়ে থাকতে"
avoiding"
						
                    
                    
                avoiding"
			 
    ২০
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَنُفِخَ    
						
						
                        এবং ফুঁ দেওয়া হবে
And will be blown
						
                    
                    
                And will be blown
    
        فِى    
						
						
                        মধ্যে
[in]
						
                    
                    
                [in]
    
        ٱلصُّورِ    
						
						
                        শিঙার
the trumpet
						
                    
                    
                the trumpet
    
        ذَٰلِكَ    
						
						
                        (এটাই) সেই
That
						
                    
                    
                That
    
        يَوْمُ    
						
						
                        দিন (যার)
(is the) Day
						
                    
                    
                (is the) Day
    
        ٱلْوَعِيدِ    
						
						
                        ভয় দেখানো হতো
(of) the Warning
						
                    
                    
                (of) the Warning
  
           
      
    দেখানো হচ্ছেঃ  ১ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৪৫ টি রেকর্ডের মধ্য থেকে
    
  
    পাতা নাম্বারঃ