শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আয-যুখরুফ আয়াত সংখ্যাঃ 89 - মাক্কী

(1)

حمٓ

হা-মীম

Ha Meem


(2)

وَٱلْكِتَٰبِ

শপথ (এই) কিতাবের

By the Book


ٱلْمُبِينِ

সুস্পষ্ট

the clear


(3)

إِنَّا

নিশ্চয়ই আমরা

Indeed We


جَعَلْنَٰهُ

তা আমরা বানিয়েছি

have made it


قُرْءَٰنًا

(অর্থাৎ) কুরআন

a Quran


عَرَبِيًّا

আরবী (ভাষায়)

(in) Arabic


لَّعَلَّكُمْ

তোমরা যাতে

so that you may


تَعْقِلُونَ

বুঝতে পারো

understand


(4)

وَإِنَّهُۥ

এবং তা নিশ্চয়ই

And indeed it


فِىٓ

মধ্যে আছে

(is) in


أُمِّ

মূল

(the) Mother


ٱلْكِتَٰبِ

কিতাবের

(of) the Book


لَدَيْنَا

আমাদের কাছে

with Us


لَعَلِىٌّ

অতীব উচ্চ মর্যাদার

surely exalted


حَكِيمٌ

অবশ্যই মহান

full of wisdom


(5)

أَفَنَضْرِبُ

তবে কি আমরা করবো

Then should We take away


عَنكُمُ

তোমাদের থেকে

from you


ٱلذِّكْرَ

উপদেশ

the Reminder


صَفْحًا

প্রত্যাহার

disregarding (you)


أَن

(এ জন্যে) যে

because


كُنتُمْ

তোমরা হ'লে

you


قَوْمًا

সম্প্রদায়

(are) a people


مُّسْرِفِينَ

অসংযমী

transgressing?


(6)

وَكَمْ

এবং কত (বার)

And how many


أَرْسَلْنَا

আমরা পাঠিয়েছি

We sent


مِن

থেকে

of


نَّبِىٍّ

নাবী

a Prophet


فِى

মধ্যে

among


ٱلْأَوَّلِينَ

পূর্ববর্তীদের

the former (people)


(7)

وَمَا

এবং না

And not


يَأْتِيهِم

তাদের কাছে এসেছে

came to them


مِّن

(এমন) কোনো

any


نَّبِىٍّ

নাবী

Prophet


إِلَّا

এ ব্যতীত যে

but


كَانُوا۟

তারা ছিলো

they used (to)


بِهِۦ

তার সাথে

mock at him


يَسْتَهْزِءُونَ

ঠাট্টা-বিদ্রুপ করতো

mock at him


(8)

فَأَهْلَكْنَآ

আমরা তাই ধ্বংস করে দিয়েছি

Then We destroyed


أَشَدَّ

(যারা ছিলো) প্রবল

stronger


مِنْهُم

তাদের মধ্য থেকে

than them


بَطْشًا

শক্তিতে

(in) power


وَمَضَىٰ

এবং অতীত হয়েছে

and has passed


مَثَلُ

অনুরূপ দৃষ্টান্ত

(the) example


ٱلْأَوَّلِينَ

পূর্ববর্তীদের

(of) the former (people)


(9)

وَلَئِن

এবং অবশ্যই যদি

And if


سَأَلْتَهُم

তাদের তুমি প্রশ্ন করো

you ask them


مَّنْ

"কে

"Who


خَلَقَ

সৃষ্টি করেছেন

created


ٱلسَّمَٰوَٰتِ

আকাশকে

the heavens


وَٱلْأَرْضَ

ও পৃথিবীকে"

and the earth?"


لَيَقُولُنَّ

তারা বলবে অবশ্যই

They will surely say


خَلَقَهُنَّ

"তাদের সৃষ্টি করেছেন

"Has created them


ٱلْعَزِيزُ

পরাক্রমশালী

the All-Mighty


ٱلْعَلِيمُ

মহাজ্ঞানী (আল্লাহ)"

the All-Knower"


(10)

ٱلَّذِى

যিনি

The One Who


جَعَلَ

করেছেন

made


لَكُمُ

তোমাদের জন্যে

for you


ٱلْأَرْضَ

জমিকে

the earth


مَهْدًا

শয্যা (আশ্রয়স্থল)

a bed


وَجَعَلَ

এবং করে দিয়েছেন

and made


لَكُمْ

তোমাদের জন্যে

for you


فِيهَا

তার মধ্যে

therein


سُبُلًا

পথসমূহ

roads


لَّعَلَّكُمْ

তোমরা যাতে

so that you may


تَهْتَدُونَ

(গন্তব্যস্থলের) পথ পেতে পারো

be guided


(11)

وَٱلَّذِى

এবং যিনি

And the One Who


نَزَّلَ

বর্ষণ করেছেন

sends down


مِنَ

থেকে

from


ٱلسَّمَآءِ

আকাশ

the sky


مَآءًۢ

পানি

water


بِقَدَرٍ

পরিমিতভাবে

in (due) measure


فَأَنشَرْنَا

আমরা অতঃপর জীবিত করি

then We revive


بِهِۦ

তা দিয়ে

with it


بَلْدَةً

ভূমিকে

a land


مَّيْتًا

মৃত (নিষ্প্রাণ)

dead


كَذَٰلِكَ

এভাবেই

thus


تُخْرَجُونَ

তোমাদের ওঠানো হবে

you will be brought forth


(12)

وَٱلَّذِى

এবং যিনি

And the One Who


خَلَقَ

সৃষ্টি করেছেন

created


ٱلْأَزْوَٰجَ

জোড়া জোড়া

the pairs


كُلَّهَا

তার প্রত্যেকটি (জিনিসকে)

all of them


وَجَعَلَ

এবং সৃষ্টি করেছেন

and made


لَكُم

তোমাদের জন্যে

for you


مِّنَ

কিছু

[of]


ٱلْفُلْكِ

নৌযান

the ships


وَٱلْأَنْعَٰمِ

ও চতুষ্পদ জন্তু

and the cattle


مَا

যার (উপর)

what


تَرْكَبُونَ

তোমরা চড়তে পারো

you ride


(13)

لِتَسْتَوُۥا۟

তোমরা যেন স্হির হয়ে বসতে পারো

That you may sit firmly


عَلَىٰ

উপর

on


ظُهُورِهِۦ

তাদের পিঠের

their backs


ثُمَّ

এরপর

then


تَذْكُرُوا۟

তোমরা স্মরণ করো

remember


نِعْمَةَ

অনুগ্রহের (কথা)

(the) favor


رَبِّكُمْ

তোমাদের রবের

(of) your Lord


إِذَا

যখন

when


ٱسْتَوَيْتُمْ

তোমরা চড়ে বসো

you sit firmly


عَلَيْهِ

তার উপর

on them


وَتَقُولُوا۟

এবং তোমরা বলো

and say


سُبْحَٰنَ

"মহান পবিত্র (আল্লাহ)

"Glory be (to)


ٱلَّذِى

যিনি

the One Who


سَخَّرَ

বশ করে দিয়েছেন

has subjected


لَنَا

আমাদের জন্যে

to us


هَٰذَا

এটা

this


وَمَا

এবং না

and not


كُنَّا

আমরা ছিলাম

we were


لَهُۥ

তাকে

of it


مُقْرِنِينَ

বশীভূতকারী

capable


(14)

وَإِنَّآ

এবং নিশ্চয়ই আমরা

And indeed we


إِلَىٰ

দিকে

to


رَبِّنَا

আমাদের রবের

our Lord


لَمُنقَلِبُونَ

অবশ্যই প্রত্যাবর্তনকারী"

will surely return"


(15)

وَجَعَلُوا۟

এবং (এ সত্ত্বেও) সাব্যস্ত করেছে তারা

But they attribute


لَهُۥ

তাঁর জন্যে

to Him


مِنْ

মধ্য হ'তে (কতককে)

from


عِبَادِهِۦ

তাঁর দাসদের

His slaves


جُزْءًا

একটি অংশ

a portion


إِنَّ

নিশ্চয়ই

Indeed


ٱلْإِنسَٰنَ

মানুষ

man


لَكَفُورٌ

অকৃতজ্ঞ অবশ্যই

surely (is) clearly ungrateful


مُّبِينٌ

স্পষ্টই

surely (is) clearly ungrateful


(16)

أَمِ

তবে কি

Or


ٱتَّخَذَ

তিনি গ্রহণ করেছেন

has He taken


مِمَّا

তা হ'তে যা

of what


يَخْلُقُ

তিনি সৃষ্টি করেন

He has created


بَنَاتٍ

অথচ কন্যারূপে

daughters


وَأَصْفَىٰكُم

তোমাদেরকে নির্ধারণ করেছেন

and He has chosen (for) you


بِٱلْبَنِينَ

পুত্রদের দিয়ে

sons


(17)

وَإِذَا

অথচ যখন

And when


بُشِّرَ

সুসংবাদ দেওয়া হয়

is given good news


أَحَدُهُم

তাদের কাউকে

(to) one of them


بِمَا

ঐ বিষয়ে যা

of what


ضَرَبَ

সে আরোপ করে

he sets up


لِلرَّحْمَٰنِ

দয়াময়ের জন্যে

for the Most Gracious


مَثَلًا

(কন্যা গ্রহণের) দৃষ্টান্ত হিসেবে

(as) a likeness


ظَلَّ

হয়ে যায়

becomes


وَجْهُهُۥ

তার মুখমন্ডল

his face


مُسْوَدًّا

কালো

dark


وَهُوَ

এ অবস্থায় সে

and he


كَظِيمٌ

দুশ্চিন্তাগ্রস্তও (হয়ে যায়)

(is) filled with grief


(18)

أَوَمَن

কি (আল্লাহর ভাগে সে সন্তান) যে

Then (is one) who


يُنَشَّؤُا۟

লালিত পালিত হয়

is brought up


فِى

মধ্যে

in


ٱلْحِلْيَةِ

অলংকারের

ornaments


وَهُوَ

এবং সে

and he


فِى

মধ্যে

in


ٱلْخِصَامِ

বিতর্কের

the dispute


غَيْرُ

নয়

(is) not


مُبِينٍ

সুস্পষ্ট

clear


(19)

وَجَعَلُوا۟

এবং তারা গণ্য করে

And they made


ٱلْمَلَٰٓئِكَةَ

ফেরেশতাগণকে

the Angels


ٱلَّذِينَ

যারা (এমন যে)

those who


هُمْ

তারা

themselves


عِبَٰدُ

দাস

(are) slaves


ٱلرَّحْمَٰنِ

দয়াময়ের

(of) the Most Gracious


إِنَٰثًا

নারীরূপে

females


أَشَهِدُوا۟

কি তারা প্রত্যক্ষ করেছে

Did they witness


خَلْقَهُمْ

তাদের সৃষ্টি

their creation?


سَتُكْتَبُ

অচিরেই লিখে রাখা হবে

Will be recorded


شَهَٰدَتُهُمْ

তাদের সাক্ষ্য

their testimony


وَيُسْـَٔلُونَ

এবং তাদের জিজ্ঞেস করা হবে

and they will be questioned


(20)

وَقَالُوا۟

এবং তারা বলে

And they say


لَوْ

"যদি

"If


شَآءَ

ইচ্ছে করতেন

had willed


ٱلرَّحْمَٰنُ

দয়াময়

the Most Gracious


مَا

না"

we would not have worshipped them"


عَبَدْنَٰهُم

তাদের আমরা পূজা করতাম"

we would not have worshipped them"


مَّا

নেই

Not


لَهُم

তাদের জন্যে

they have


بِذَٰلِكَ

এই সম্পর্কে

about that


مِنْ

কোনো

any


عِلْمٍ

জ্ঞান

knowledge


إِنْ

না

Nothing


هُمْ

তারা

they (do)


إِلَّا

এ ব্যতীত

but


يَخْرُصُونَ

আন্দাজ অনুমান করে

lie


দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৮৯ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 4 5 পরের পাতা »