শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আস-সাফফাত আয়াত সংখ্যাঃ 182 - মাক্কী
وَٱلصَّٰٓفَّٰتِ
শপথ সারি বেঁধে দাঁড়ায় যারা
By those lined

صَفًّا
সারি সারি
(in) rows

فَٱلزَّٰجِرَٰتِ
অতঃপর (শপথ) ধমকদানকারীদের
And those who drive

زَجْرًا
সজোরে
strongly

فَٱلتَّٰلِيَٰتِ
অতঃপর (শপথ তাদের) পাঠকদের
And those who recite

ذِكْرًا
উপদেশবাণী
(the) Message

إِنَّ
নিশ্চয়ই
Indeed

إِلَٰهَكُمْ
তোমাদের ইলাহ
your Lord

لَوَٰحِدٌ
একজন অবশ্যই
(is) surely One

رَّبُّ
(তিনি) রব
Lord

ٱلسَّمَٰوَٰتِ
আকাশের
(of) the heavens

وَٱلْأَرْضِ
ও পৃৃথিবীর
and the earth

وَمَا
এবং যা কিছু (আছে)
and what

بَيْنَهُمَا
তাদের উভয়ের মাঝে
(is) between both of them

وَرَبُّ
এবং রব
and Lord

ٱلْمَشَٰرِقِ
উদয়স্থলসমূহের
(of) each point of sunrise

إِنَّا
নিশ্চয়ই আমরা
Indeed We

زَيَّنَّا
আমরা সৃুশোভিত করেছি
[We] adorned

ٱلسَّمَآءَ
আকাশকে
the heaven

ٱلدُّنْيَا
কাছের
nearest

بِزِينَةٍ
চাকচিক্য দ্বারা
with an adornment

ٱلْكَوَاكِبِ
তারকাদের
(of) the stars

وَحِفْظًا
এবং (তাকে) (আমরা করেছি) সংরক্ষণ
And (to) guard

مِّن
হ'তে
against

كُلِّ
প্রত্যেক
every

شَيْطَٰنٍ
শয়তানের
devil

مَّارِدٍ
(যারা) অবাধ্য
rebellious

لَّا
না
Not

يَسَّمَّعُونَ
তারা শুনতে পায়
they may listen

إِلَى
(কোন কথা) হ'তে
to

ٱلْمَلَإِ
জগৎ
the assembly

ٱلْأَعْلَىٰ
ওপরের
[the] exalted

وَيُقْذَفُونَ
এবং নিক্ষেপ করা হয়
are pelted

مِن
থেকে
from

كُلِّ
প্রত্যেক
every

جَانِبٍ
দিক
side

دُحُورًا
তাড়ানোর (জন্যে)
Repelled;

وَلَهُمْ
এবং তাদের জন্যে রয়েছে
and for them

عَذَابٌ
শাস্তি
(is) a punishment

وَاصِبٌ
অবিরাম
perpetual

১০
إِلَّا
তবে
Except

مَنْ
যে
(him) who

خَطِفَ
হঠাৎ করে (শুনে) নেয়
snatches

ٱلْخَطْفَةَ
হঠাৎ নেওয়া
(by) theft

فَأَتْبَعَهُۥ
তাকে তখন অনুসরণ করে
but follows him

شِهَابٌ
উল্কা
a burning flame

ثَاقِبٌ
জ্বলন্ত
piercing

১১
فَٱسْتَفْتِهِمْ
তাদেরকে অতঃপর জিজ্ঞেস করো
Then ask them

أَهُمْ
"তারা কি
"Are they

أَشَدُّ
বেশী কঠিন
a stronger

خَلْقًا
সৃষ্টি হিসেবে
creation

أَم
অথবা
or

مَّنْ
(অন্য) যা কিছু
(those) whom

خَلَقْنَآ
আমরা সৃষ্টি করেছি"
We have created?"

إِنَّا
নিশ্চয়ই আমরা
Indeed We

خَلَقْنَٰهُم
তাদেরকে আমরা সৃষ্টি করেছি
created them

مِّن
থেকে
from

طِينٍ
মাটি
a clay

لَّازِبٍۭ
(যা) এঁটেল
sticky

১২
بَلْ
বরং
Nay

عَجِبْتَ
তুমি অবাক হচ্ছো
you wonder

وَيَسْخَرُونَ
আর তারা বিদ্রূপ করছে
while they mock

১৩
وَإِذَا
এবং যখন
And when

ذُكِّرُوا۟
তাদের উপদেশ দেয়া হয়
they are reminded

لَا
না
not

يَذْكُرُونَ
তারা উপদেশ গ্রহণ করে
they receive admonition

১৪
وَإِذَا
এবং যখন
And when

رَأَوْا۟
তারা দেখে
they see

ءَايَةً
কোনো নিদর্শন
a Sign

يَسْتَسْخِرُونَ
তারা উপহাস করে
they mock

১৫
وَقَالُوٓا۟
এবং তারা বলে
And they say

إِنْ
"নয়
"Not

هَٰذَآ
এটা
(is) this

إِلَّا
এ ব্যতীত
except

سِحْرٌ
জাদু
a magic

مُّبِينٌ
সুস্পষ্ট
clear

১৬
أَءِذَا
কি যখন
Is it when

مِتْنَا
আমরা মরে যাব
we are dead

وَكُنَّا
এবং আমরা হয়ে যাব
and have become

تُرَابًا
মাটি
dust

وَعِظَٰمًا
ও হাড়
and bones

أَءِنَّا
নিশ্চয়ই কি আমরা
shall we then

لَمَبْعُوثُونَ
আমাদেরকে উঠানো হবে অবশ্যই
be certainly resurrected

১৭
أَوَءَابَآؤُنَا
এবং কি (উঠানো হবে) আমাদের পিতৃপুরুষদেরকেও
Or our fathers

ٱلْأَوَّلُونَ
পূর্বকালের"
former?"

১৮
قُلْ
বলো
Say

نَعَمْ
"হ্যাঁ
"Yes

وَأَنتُمْ
এবং তোমরা
and you

دَٰخِرُونَ
অপমানিত হবে"
(will be) humiliated"

১৯
فَإِنَّمَا
মূলতঃ
Then only

هِىَ
তা (হবে)
it

زَجْرَةٌ
বিকট শব্দ কম্পন
(will be) a cry

وَٰحِدَةٌ
একটি (মাত্র)
single

فَإِذَا
অতঃপর তখন
then behold!

هُمْ
তারা
They

يَنظُرُونَ
দেখবে
will see

২০
وَقَالُوا۟
এবং তারা বলবে
And they will say

يَٰوَيْلَنَا
"আমাদের দুর্ভোগ হায়
"O woe to us!

هَٰذَا
এটাই
This

يَوْمُ
দিন
(is the) Day

ٱلدِّينِ
বিচারের"
(of) the Recompense"

দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ১৮২ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 4 5 6 7 8 9 10 পরের পাতা »