শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-ফালাক আয়াত সংখ্যাঃ 5 -
মাক্কী
(1)
قُلْ
বলো
Say
أَعُوذُ
"আমি আশ্রয় চাই
"I seek refuge
بِرَبِّ
স্রষ্টার নিকট
in (the) Lord
ٱلْفَلَقِ
প্রভাতের
(of) the dawn
(2)
مِن
হতে
From
شَرِّ
অনিষ্ট
(the) evil
مَا
যা
(of) what
خَلَقَ
তিনি সৃষ্টি করেছেন
He created
(3)
وَمِن
এবং হতে
And from
شَرِّ
অনিষ্ট
(the) evil
غَاسِقٍ
রাতের অন্ধকারের
(of) darkness
إِذَا
যখন
when
وَقَبَ
তা গভীর হয়
it settles
(4)
وَمِن
এবং হতে
And from
شَرِّ
অনিষ্ট
(the) evil
ٱلنَّفَّٰثَٰتِ
ফুঁকদানকারীর (রাতের) অনিষ্ট
(of) the blowers
فِى
মধ্যে
in
ٱلْعُقَدِ
গিঁটগুলোর
the knots
(5)
وَمِن
এবং হতে
And from
شَرِّ
অনিষ্ট
(the) evil
حَاسِدٍ
হিংসুকের
(of) an envier
إِذَا
যখন
when
حَسَدَ
সে হিংসা করে"
he envies"
দেখানো হচ্ছেঃ ১ থেকে ৫ পর্যন্ত, সর্বমোট ৫ টি রেকর্ডের মধ্য থেকে