শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-কুরাইশ আয়াত সংখ্যাঃ 4 -
মাক্কী
(1)
لِإِيلَٰفِ
যেহেতু আসক্তি আছে
For (the) familiarity
قُرَيْشٍ
কুরাইশদের
(of the) Quraish
(2)
إِۦلَٰفِهِمْ
আসক্তি আছে
Their familiarity
رِحْلَةَ
ভ্রমণে
(with the) journey
ٱلشِّتَآءِ
শীতের
(of) winter
وَٱلصَّيْفِ
ও গ্রীষ্মের
and summer
(3)
فَلْيَعْبُدُوا۟
অতএব তারা ইবাদত করুক
So let them worship
رَبَّ
রবের
(the) Lord
هَٰذَا
এই
(of) this
ٱلْبَيْتِ
ঘরের
House
(4)
ٱلَّذِىٓ
যিনি
The One Who
أَطْعَمَهُم
তাদেরকে খাবার দিয়েছেন
feeds them
مِّن
হতে
against
جُوعٍ
ক্ষুধা
hunger
وَءَامَنَهُم
এবং তাদের নিরাপত্তা দিয়েছেন
and gives them security
مِّنْ
হতে
against
خَوْفٍۭ
ভয়
fear
দেখানো হচ্ছেঃ ১ থেকে ৪ পর্যন্ত, সর্বমোট ৪ টি রেকর্ডের মধ্য থেকে