পরিচ্ছেদঃ ১৭. যে মাসয়ালায় আয়াত এবং হাদীস নেই এমন বিষয়ের উত্তর প্রদান থেকে বিরত থাকা
১১৪. ইবনু আউন হতে বর্ণিত, তিনি বলেন, কাসিম রাহিমাহুল্লাকে তার নাম ধরে কোন বিষয়ে জিজ্ঞাসা করা হল। তখন তিনি বললেন, আমি উপদেশ দিতে বাধ্য নই; আর আমি উপদেশ দেওয়ার উপযুক্ত কেউ নই।’[1]
بَابُ التَّوَرُّعِ عَنِ الْجَوَابِ فِيمَا لَيْسَ فِيهِ كِتَابٌ وَلَا سُنَّةٌ
114 - أخبرنا سعيد بن عامر عن بن عون قال Y سئل القاسم عن شيء قد سماه فقال ما اضطر إلى مشورة وما أنا من ذي في شيء إسناده صحيح
114 - اخبرنا سعيد بن عامر عن بن عون قال Y سىل القاسم عن شيء قد سماه فقال ما اضطر الى مشورة وما انا من ذي في شيء اسناده صحيح
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু সা’দ, তাবাকাত ৫/১৩৯;
তাখরীজ: ইবনু সা’দ, তাবাকাত ৫/১৩৯;
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
ভূমিকা (المقدمة)