পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় আযান কেমন ছিল, তার বর্ণনা
১৬৭১. সায়িব বিন ইয়াযিদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবূ বকর, উমার রাদ্বিয়াল্লাহু আনহুমদের জামানায় আযান দুইবার (এক আযান ও ইকামত) ছিল। অতঃপর উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর জামানায় যখন লোকজনের সংখ্যা বেড়ে যায়, তখন তিনি যাওরা নামক জায়গায় মুয়ায্যিনকে আরেকটি আযান দেওয়ার আদেশ করেন।”[1]
ذِكْرُ وَصْفِ الْأَذَانِ الَّذِي كَانَ يُؤَذَّنُ بِهِ فِي أَيَّامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم
1671 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ حَدَّثَنَا مُسَدَّدٌ بْنُ مُسَرْهَدٍ عَنْ يَحْيَى الْقَطَّانِ عَنِ ابْنِ أبي ذئب عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ: قَالَ: كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ فَلَمَّا كان عثمان كَثُرَ الناس فأمر منادياً ينادي على الزوراء.
الراوي : السَّائِب بْن يَزِيدَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1671 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (998)
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৯৮)