পরিচ্ছেদঃ মাগরিবের আগে দুই রাকা‘আত সালাত আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক নির্দেশ
১৫৮৬. আব্দুল্লাহ আল মুযানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগরিবের আগে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর তিনি বলেছেন, “তোমরা মাগরিবের আগে দুই রাকা‘আত সালাত আদায় করবে।” এভাবে তৃতীয়বার বলেন, “যে ব্যক্তি পড়তে চায়।” এটা এই আশংকায় বলেন যে, লোকজন এটাকে যথারীতি নিয়ম মনে করবে।”[1]
ذِكْرُ أَمْرِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالرَّكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ
1586 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنَا أَبِي حَدَّثَنِي أَبِي حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ أَنَّ عَبْدَ اللَّهِ الْمُزَنِيَّ حَدَّثَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ [ثُمَّ قَالَ: (صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ)] ثُمَّ قَالَ عِنْدَ الثَّالِثَةِ: (لِمَنْ شَاءَ) خَافَ أن يحسبها الناس سنة.
الراوي : عَبْد اللَّهِ الْمُزَنِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1586 | خلاصة حكم المحدث: شاذ بذكر صلاته - صلى الله عليه وسلم - ((الضعيفة)) (5662).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অংশসহ শায বা দুর্বল আখ্যা দিয়েছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ২৯৭)