৪৮০

পরিচ্ছেদঃ শিশুদের অযু করা

৪৮০) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন যা গোরস্থানের অন্যান্য কবর থেকে পৃথক স্থানে অবস্থিত ছিল। তিনি কবরের উপর জানাযার নামাযে ইমামতি করলেন। লোকেরা তাঁর পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়ালেন।

টিকাঃ ইবনে আব্বাস তখন ছোট হওয়া সত্ত্বেও জানাযায় শরীক হয়েছেন। এতে বুঝা গেল শিশুরা যখন বুঝবান হবে তখন ঈদের নামায এবং জানাযার নামাযে শরীক হতে পারবে। নামাযে যেহেতু শরীক হবে তাই অযুও করতে হবে। শিশুদেরকে ছোট থেকেই সৎ আমলের প্রতি অভ্যস্ত করা পিতা-মাতার একান্ত কর্তব্য।

باب وُضُوءِ الصِّبْيَانِ

৪৮০ ـ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا: أنَّ النَّبِيِّ مرَّ عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَأَمَّهُمْ وَصَفُّوا عَلَيْهِ. (بخارى:৮৫৭)

৪৮০ عن ابن عباس رضي الله عنهما ان النبي مر على قبر منبوذ فامهم وصفوا عليه بخارى৮৫৭

The ablution for boys (youngsters). When they should perform Ghusl (take a bath) and Tuhur (purification). Their attendance at congregational prayers and their rows in the prayers.


Narrated Ibn `Abbas:

"Once the Prophet (ﷺ) passed by a grave that was separated from the other graves. The Prophet (ﷺ) once led the people in the (funeral) prayer and the people had aligned behind him.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)