৪৩৫

পরিচ্ছেদঃ ইশার নামাযে সিজদার আয়াত পাঠ করা

৪৩৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে ইশার নামায পড়েছি। তিনি তাতে ‘ইযাস্ সামাউন্ শাক্কাত্’ (সূরা ইনশিকাক) পাঠ করলেন এবং সেজদাহ করলেন। তাঁর সাথে সাক্ষাত না করা পর্যন্ত (মৃত্যু পর্যন্ত) আমি এই সূরা পাঠ করার সময় সেজদাহ করতে থাকব।

باب الْقِرَاءَةِ فِي الْعِشَاءِ بِالسَّجْدَةِ

৪৩৫ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: صَلَّيْتُ خَلْفَ أَبِي الْقَاسِمِ الْعَتَمَةَ، فَقَرَأَ: ﴿إِذَا السَّمَاءُ انْشَقَّتْ﴾ فَسَجَدَ فَلا أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ. (بخارى:৭৬৮)

৪৩৫ـ عن ابي هريرة قال: صليت خلف ابي القاسم العتمة، فقرا: ﴿اذا السماء انشقت﴾ فسجد فلا ازال اسجد بها حتى القاه. (بخارى:৭৬৮)

To recite in the 'Isha prayer, with As-Sajda(prostration)


Narrated Abu Huraira`:

He said, Once I prayed behind Abul Qasim [Prophet (ﷺ)] the isha prayer and he recited, "Idha s-samaa'u n-shaqqat" (84) and prostrated. So I will go on doing it till I meet him."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)