৪২৯

পরিচ্ছেদঃ ইমাম এবং মুক্তাদীর উপর সকল নামাযেই কিরাআত পাঠ করা ওয়াজিব

৪২৯) উবাদাহ ইবনে সামেত (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি নামাযে সূরা ফাতেহা পড়বেনা তার নামায হবেনা।

টিকাঃ এ হাদীছ থেকে সহজেই বুঝা যাচ্ছে যে, ইমাম, মুক্তাদী এবং একাকী নামায আদায়কারী সকলের উপর সূরা ফাতেহা পাঠ করা ওয়াজিব। সূরা ফাতেহা পাঠ না করলে নামায বাতিল বলে গণ্য হবে। এ মর্মে আরো অনেক সহীহ হাদীছ বর্ণিত হয়েছে। চাই সে নামাযে কিরাআত স্বরবে পড়া হোক বা নিরবে পড়া হোক।

باب وُجُوبِ الْقِرَاءَةِ لِلإِمَامِ وَالْمَأْمُومِ فِي الصَّلَوَاتِ كُلِّهَا فِي الْحَضَرِ وَالسَّفَرِ وَمَا يُجْهَرُ فِيهَا وَمَا يُخَافَتُ

৪২৯ـ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ لا صَلاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ.

৪২৯ عن عبادة بن الصامت ان رسول الله قال لا صلاة لمن لم يقرا بفاتحة الكتاب

Recitation of the Qur'an (Surat Al-Fatiha) is compulsory for the Imam and the followers, at the home and on journey, in all As-Salat (the prayers) whether the recitation is done silently or aloud.


Narrated 'Ubada bin As-Samit:

Allah's Messenger (ﷺ) said, "Whoever does not recite Al-Fatiha in his prayer, his prayer is invalid."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)