পরিচ্ছেদঃ
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৩৬২, আন্তর্জাতিক নাম্বারঃ ৬০০
৩৬২) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যতক্ষণ তোমরা নামাযের অপেক্ষা করতে থাকবে ততক্ষণ তোমরা নামাযরত আছ বলেই গণ্য হবে।
৩৬২ـ عن أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رسول الله لَمْ تَزَالُوا فِي صَلاةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاةَ
৩৬২ـ عن انس بن مالك قال: قال رسول الله لم تزالوا في صلاة ما انتظرتم الصلاة
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৯. নামাযের সময় (كتاب مواقيت الصلاة)