৩৫৮

পরিচ্ছেদঃ আসরের পর কাযা নামায বা অনুরূপ কোন নামায পড়া

৩৫৮) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রকাশ্যে কিংবা গোপনে কখনও দু’রাকআত নামায পরিত্যাগ করতেন না। ফজরের নামাযের পূর্বে দু’রাকআত নামায এবং আসরের পরে দু’রাকআত নামায।

টিকাঃ মূলতঃ আসরের নামাযের পর কোন সুন্নাত বা নফল নামায নেই। আলোচ্য হাদীছে আসরের পর যে দু’রাকআত নামাযের কথা এসেছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাস ছিল। ইহা উম্মতের জন্য প্রযোজ্য নয়।

باب مَا يُصَلَّى بَعْدَ الْعَصْرِ مِنَ الْفَوَائِتِ وَنَحْوِهَا

৩৫৮- وَعَنْهَا رَضِيَ الله عَنْهَا قَالَتْ: رَكْعَتَانِ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ يَدَعُهُمَا سِرًّا وَلا عَلانِيَةً، رَكْعَتَانِ قَبْلَ صَلاةِ الصُّبْحِ، وَرَكْعَتَانِ بَعْدَ الْعَصْرِ. (بخارى:৫৯২)

৩৫৮ وعنها رضي الله عنها قالت ركعتان لم يكن رسول الله يدعهما سرا ولا علانية ركعتان قبل صلاة الصبح وركعتان بعد العصر بخارى৫৯২

To offer the missed Salat (prayers) and the like after the 'Asr prayer


Narrated `Aisha:

Allah's Messenger (ﷺ) never missed two rak`at before the Fajr prayer and after the `Asr prayer openly and secretly.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৯. নামাযের সময় (كتاب مواقيت الصلاة)