৩৪৯

পরিচ্ছেদঃ ফজরের নামাযের ফজীলত

৩৪৯) আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি দু’টি ঠান্ডাকালীন নামায আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আসর ও ফজরের নামায।

باب فَضْلِ صَلاَةِ الْفَجْرِ

৩৪৯ـ عَنْ أَبِي مُوسَى : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ. (بخارى:৫৭৪)

৩৪৯ عن ابي موسى ان رسول الله قال من صلى البردين دخل الجنة بخارى৫৭৪

Superiority of the Fajr (early morning) prayer


Narrated Abu Bakr bin Abi Musa:

My father said, "Allah's Messenger (ﷺ) said, 'Whoever prays the two cool prayers (`Asr and Fajr) will go to Paradise.' "


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৯. নামাযের সময় (كتاب مواقيت الصلاة)