পরিচ্ছেদঃ আসরের নামাযের সময়
আলোকিত প্রকাশনী নাম্বারঃ
৩৩২ , আন্তর্জাতিক নাম্বারঃ
৫৪১
৩৩২) আবু বারযার হাদীছে নামাযের সময় সম্পর্কে আলোচনা হয়েছে। যা একটু পূর্বে অতিক্রান্ত হয়েছে। এখানে ইশার নামাযের আলোচনার সাথে অতিরিক্ত এ কথা বলা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার পূর্বে ঘুমানো অপছন্দ করতেন এবং ইশার নামাযের পরে কথা-বার্তা বলা অপছন্দ করতেন।
باب وَقْتِ الْعَصْرِ
৩৩২ـ حَدِيْث أَبِي بَرْزَةَ في ذِكْرِ الصَّلَوَاتِ تَقَدَّمَ قَرِيْباً وَقَالَ في هذِهِ الرِّوَايَةِ لَمَّا ذَكَرَ الْعِشَاءَ:كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيث بَعْدَهَا. (بخارى:৫৪১)
৩৩২ـ حديث ابي برزة في ذكر الصلوات تقدم قريبا وقال في هذه الرواية لما ذكر العشاء:كان يكره النوم قبل العشاء والحديث بعدها. (بخارى:৫৪১)