পরিচ্ছেদঃ মসজিদের ভিতর দিয়ে চলার সময় তীরের অগ্রভাগে বন্ধ রাখা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ২৭৯, আন্তর্জাতিক নাম্বারঃ ৪৫১
২৭৯) জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ এক ব্যক্তি তীর নিয়ে মসজিদের মধ্য দিয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেনঃ তীরের অগ্রভাগ বন্ধ রাখো।
باب يَأْخُذُ بِنُصُولِ النَّبْلِ إِذَا مَرَّ فِي الْمَسْجِدِ
২৭৯ـ عن جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ الله عَنْهُمَا يَقُوْلُ: مَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ وَمَعَهُ سِهَامٌ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ أَمْسِكْ بِنِصَالِهَا (بخارى:৪৫১)
২৭৯ـ عن جابر بن عبد الله رضي الله عنهما يقول: مر رجل في المسجد ومعه سهام، فقال له رسول الله امسك بنصالها (بخارى:৪৫১)
While passing through a mosque, (one should better) hold the arrowheads (with the hand)
Narrated `Amr:
I heard Jabir bin `Abdullah saying, "A man passed through the mosque carrying arrows. Allah's Apostle said to him, 'Hold them by their heads.' "
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة)