২৬৩

পরিচ্ছেদঃ ইমাম কর্তৃক লোকদেরকে নামায পূর্ণ করার উপদেশ দেয়া এবং কিবলার বর্ণনা

২৬৩) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেনঃ তোমরা কি ধারণা কর যে, আমার কিবলা এই দিকে থাকার কারণে তোমাদেরকে দেখতে পাইনা? আল্লাহর শপথ! তোমাদের সেজদা, তোমাদের রুকূ কোন কিছুই আমার নিকট গোপন নয়। আমি তোমাদেরকে অবশ্যই আমার পিঠের পিছন দিক থেকে দেখতে পাই।

بَاب عِظَةِ الْإِمَامِ النَّاسَ فِي إِتْمَامِ الصَّلَاةِ وَذِكْرِ الْقِبْلَةِ

২৬৩- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا فَوَاللَّهِ مَا يَخْفَى عَلَيَّ خُشُوعُكُمْ وَلَا رُكُوعُكُمْ إِنِّي لَأَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي

২৬৩- عن ابي هريرة ان رسول الله صلى الله عليه وسلم قال هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى علي خشوعكم ولا ركوعكم اني لاراكم من وراء ظهري

Preaching of the Imam to the people regarding the proper offering of As-Salat (the prayers) and the mention of the Qiblah (Kabah at Makkah)


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "Do you consider or see that my face is towards the Qibla? By Allah, neither your submissiveness nor your bowing is hidden from me, surely I see you from my back."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة)