২৬১

পরিচ্ছেদঃ নামায অবস্থায় ডান দিকে থুথু ফেলবেনা

২৬১) আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের দেয়ালে কফ (থুথু জাতীয় বস্ত্ত) দেখতে পেয়ে হাতে একটি পাথর নিয়ে তা দ্বারা ঘসে থুথ পরিষ্কার করলেন। অতঃপর তিনি বললেনঃ তোমাদের কেউ যেন কিবলার দিকে কফ (থুথু) না ফেলে। এমনকি ডান দিকেও না। একান্ত যদি থুথু ফেলতেই হয় তবে বাম দিকে অথবা বাম পায়ের নীচে ফেলবে।

بَاب لَا يَبْصُقْ عَنْ يَمِينِهِ فِي الصَّلَاةِ

২৬১- عَنْ أبي هُرَيْرَةَ وَأَبِى سَعِيدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي جِدَارِ الْمَسْجِدِ فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا فَقَالَ إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلَا يَتَنَخَّمَنَّ قِبَلَ وَجْهِهِ وَلَا عَنْ يَمِينِهِ وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى

২৬১- عن ابي هريرة وابى سعيد ان رسول الله صلى الله عليه وسلم راى نخامة في جدار المسجد فتناول حصاة فحكها فقال اذا تنخم احدكم فلا يتنخمن قبل وجهه ولا عن يمينه وليبصق عن يساره او تحت قدمه اليسرى

It is forbidden to spit on the right side while in Salat (prayers)


Narrated Abu Huraira and Abu Sa`id:

Allah's Messenger (ﷺ) saw some expectoration on the wall of the mosque; he took gravel and scraped it off and said, "If anyone of you wanted to spit, he should neither spit in front of him nor on his right but could spit either on his left or under his left foot."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة)