২৫৩

পরিচ্ছেদঃ কিবলামুখী হয়ে নামায আদায় করার ফজীলত

২৫৩) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাদের ন্যায় নামায আদায় করবে এবং আমাদের কিবলার দিকে মুখ করবে এবং আমাদের যবেহকৃত গোশত ভক্ষণ করবে সে মুসলিম হিসেবে গণ্য হবে। তার জন্য আল্লাহ এবং তাঁর রাসূলের পক্ষ হতে নিরাপত্তার প্রতিশ্রুতি রয়েছে। সুতরাং তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করোনা।

بَاب فَضْلِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ

২৫৩- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى صَلَاتَنَا وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا وَأَكَلَ ذَبِيحَتَنَا فَذَلِكَ الْمُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ فَلَا تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ

২৫৩- عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا واكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تخفروا الله في ذمته

Superiority of (praying) facing the Qiblah with the toes toward it as well


Narrated Anas bin Malik:

Allah's Messenger (ﷺ) said, "Whoever prays like us and faces our Qibla and eats our slaughtered animals is a Muslim and is under Allah's and His Apostle's protection. So do not betray Allah by betraying those who are in His protection."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة)