২৪১

পরিচ্ছেদঃ কেউ যদি নকশী করা কাপড়ে নামায পড়ে?

২৪১) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি নকশা বিশিষ্ট কাপড় পরিধান করে নামায পড়লেন। নামাযরত অবস্থায় একবার নকশার প্রতি তাঁর দৃষ্টি পড়ল। নামায শেষে তিনি বললেনঃ আমার এই চাদরটি আবু জাহমের কাছে নিয়ে যাও এবং আমার জন্য আবু জাহমের আনবাজানী নিয়ে আস। কারণ নকশাযুক্ত চাদরটি আমাকে এই মাত্র নামায থেকে অমনোযোগী করেছিল।

টিকাঃ নকশা বিহীন এক প্রকার মোটা চাদরকে তৎকালে আনবাজানী বলা হত। হাদীছ থেকে এও জানা গেল, যেসমস্ত জিনিষ নামাযে একনিষ্ঠতা নষ্ট করতে পারে নামাযী ঐ সমস্ত জিনিষ পরিত্যাগ করে চলবে।

بَاب إِذَا صَلَّى فِي ثَوْبٍ لَهُ أَعْلَامٌ

২৪১- عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلَامٌ فَنَظَرَ إِلَى أَعْلَامِهَا نَظْرَةً فَلَمَّا انْصَرَفَ قَالَ اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلَاتِي

২৪১- عن عاىشة ان النبي صلى الله عليه وسلم صلى في خميصة لها اعلام فنظر الى اعلامها نظرة فلما انصرف قال اذهبوا بخميصتي هذه الى ابي جهم واتوني بانبجانية ابي جهم فانها الهتني انفا عن صلاتي

If a person offered Salat (prayer) in a dress with marks and looked at those marks during the Salat


Narrated `Aisha:

the Prophet (ﷺ) prayed in a Khamisa (a square garment) having marks. During the prayer, he looked at its marks. So when he finished the prayer he said, "Take this Khamisa of mine to Abu Jahm and get me his Inbijaniya (a woolen garment without marks) as it (the Khamisa) has diverted my attention from the prayer."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة)