২০৮

পরিচ্ছেদঃ মুস্তাহাযা মহিলার ই'তেকাফে বসা

২০৮) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাঁর কোন কোন স্ত্রীও ইতেকাফে করেছেন। অথচ তিনি ছিলেন ইস্তেহাযায় আক্রান্ত এবং রক্ত দেখতে পেতেন। কখনও কখনও অধিক রক্ত ঝরার কারণে তিনি চিলিমচি ব্যবহার করতেন।

باب الاِعْتِكَافِ لِلْمُسْتَحَاضَةِ

২০৮ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا: أَنَّ النَّبِيَّ اعْتَكَفَ ومَعَهُ بَعْضُ نِسَائِهِ، وَهِيَ مُسْتَحَاضَةٌ تَرَى الدَّمَ، فَرُبَّمَا وَضَعَتِ الطَّسْتَ تَحْتَهَا مِنَ الدَّمِ.(بخارى:৩০৯)

২০৮ـ عن عاىشة رضي الله عنها: ان النبي اعتكف ومعه بعض نساىه، وهي مستحاضة ترى الدم، فربما وضعت الطست تحتها من الدم.(بخارى:৩০৯)

The I'tikaf of a woman who is bleeding in between her periods


Narrated `Aisha:

Once one of the wives of the Prophet (ﷺ) did I`tikaf along with him and she was getting bleeding in between her periods. She used to see the blood (from her private parts) and she would perhaps put a dish under her for the blood. (The sub-narrator `Ikrima added, `Aisha once saw the liquid of safflower and said, "It looks like what so and so used to have.")


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৬. কিতাবুল হায়েয বা ঋতু (كتاب الحيض)