পরিচ্ছেদঃ পুরুষ তার ঋতুবতী স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন পড়তে পারে
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ২০৩, আন্তর্জাতিক নাম্বারঃ ২৯৭
২০৩) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার হায়েয (মাসিক) থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (কখনও কখনও) আমার কোলে হেলান দিয়ে কুরআন তেলাওয়াত করতেন।
باب قِرَاءَةِ الرَّجُلِ فِي حَجْرِ امْرَأَتِهِ وَهْىَ حَائِضٌ
২০৩ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ.
২০৩ـ عن عاىشة رضي الله عنها قالت: كان النبي يتكى في حجري وانا حاىض، ثم يقرا القران.
To recite the Qur'an while lying in the lap of one's own menstruating wife
Narrated `Aisha:
The Prophet (ﷺ) used to lean on my lap and recite Qur'an while I was in menses.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৬. কিতাবুল হায়েয বা ঋতু (كتاب الحيض)