১৬৮

পরিচ্ছেদঃ রক্ত ধৌত করা

১৬৮) আসমা বিনতে আবু বকর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট এসে বললেনঃ আমাদের কারো যখন হায়েয হবে এবং হায়েযের রক্ত যখন কাপড়ে লাগবে, তখন কিভাবে তা পরিষ্কার করবো? তিনি বললেনঃ প্রথমে ঘসে তা কাপড় থেকে তুলে ফেলবে। তারপর পানি দ্বারা ধৌত করবে এবং তাতে নামায আদায় করবে।

باب غَسْلِ الدَّمِ

১৬৮ـ عَنْ أَسْمَاءَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: جَاءَتِ امْرَأَةٌ النَّبِيَّ فَقَالَتْ: أَرَأَيْتَ إِحْدَانَا تَحِيضُ فِي الثَّوْبِ، كَيْفَ تَصْنَعُ؟ قَالَ تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، وَتَنْضَحُهُ، وَتُصَلِّي فِيهِ. (بخارى:২২৭)

১৬৮ عن اسماء رضي الله عنها قالت جاءت امراة النبي فقالت ارايت احدانا تحيض في الثوب كيف تصنع قال تحته ثم تقرصه بالماء وتنضحه وتصلي فيه بخارى২২৭

The washing out of blood


Narrated Asma':

A woman came to the Prophet (ﷺ) and said, "If anyone of us gets menses in her clothes then what should she do?" He replied, "She should (take hold of the soiled place), rub it and put it in the water and rub it in order to remove the traces of blood and then pour water over it. Then she can pray in it."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء)