পরিচ্ছেদঃ ৩৪) রুকূ’-সিজদা পরিপূর্ণ না করা, মেরুদন্ড সোজা করে না দাঁড়ানোর ব্যাপারে ভীতি প্রদর্শন ও একাগ্রতার সাথে নামায আদায় করার ব্যাপারে যে নির্দেশ এসেছে তার বর্ণনা
৫৪৫. (সহীহ্) আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ’বদর যুদ্ধে আমাদের মধ্যে মেক্বদাদ বিন আসওয়াদ (রাঃ) ছাড়া কেউ অশ্বারোহী ছিলেন না। দেখেছি আমাদের মধ্যে সকলেই রাতে নিদ্রায় বিভোর ছিলেন। কিন্তু শুধুমাত্র রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একাকী একটি বৃক্ষের নীচে গিয়ে নামায আদায় করছিলেন এবং ক্রন্দন করছিলেন। এভাবেই তিনি সকাল করলেন।’
(ইবনে খুযায়মা হাদীছটি বর্ণনা করেছেন ২/৩৫)
الترهيب من عدم إتمام الركوع والسجود وإقامة الصلب بينهما وما جاء في الخشوع
(صحيح) و عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : مَا كَانَ فِينَا فَارِسٌ يَوْمَ بَدْرٍ غَيْرَ الْمِقْدَادِ ، وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا فِينَا إِلاَّ نَائِمٌ إِلاَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ شَجَرَةٍ يُصَلِّي ، وَيَبْكِي ، حَتَّى أَصْبَحَ..
رواه ابن خزيمة