৫১৭

পরিচ্ছেদঃ ৩২) ইমামের পিছনে ‘আমীন’ ও দু‘আর মধ্যে ‘আমীন’ বলতে উদ্বুদ্ধকরণ এবং রুকূ’ থেকে দাঁড়িয়ে ও নামায শুরু করার সময় যা বলতে হয় তার বর্ণনা

৫১৭. (সহীহ) মুসলিম, আবু দাউদ ও নাসাঈ দীর্ঘ একটি হাদীছে আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণনা করেন, তার মধ্যে রয়েছেঃ ’’তোমরা যখন নামায পড়বে, কাতারগুলোকে সোজা করে নিবে। তোমাদের মধ্যে একজন ইমামতি করবে। তিনি তাকবীর দিলে তোমরা তাকবীর দিবে, তিনি (গাইরিল মাগযূবে আলাইহিম ওয়ালায্ যাল্লীন) বললে তোমরা বলবে ’’আমীন’’। তাহলে আল্লাহ্‌ তোমাদের দু’আ কবূল করবেন।’’

الترغيب في التأمين خلف الإمام وفي الدعاء وما يقوله في الاعتدال والاستفتاح

(صحيح) ورواه مسلم وأبو داود والنسائي في حديث طويل عن أبي موسى الأشعري قال فيه: إِذَا صَلَّيْتُمْ فَأَقِيمُوا صُفُوفَكُمْ وَلْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا قَالَ : غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ ، فَقُولُوا : آمِينَ ، يُجِبْكُمُ اللَّهُ

(صحيح) ورواه مسلم وابو داود والنساىي في حديث طويل عن ابي موسى الاشعري قال فيه: اذا صليتم فاقيموا صفوفكم وليومكم احدكم ، فاذا كبر فكبروا ، واذا قال : غير المغضوب عليهم ولا الضالين ، فقولوا : امين ، يجبكم الله

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)