৫১১

পরিচ্ছেদঃ ৩১) পুরুষদের পেছেনের কাতারে ও মহিলাদের প্রথম কাতারে থাকা এবং কাতার বাঁকা হওয়ার প্রতি ভীতি প্রদর্শন

৫১১. (সহীহ্) ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সালাতের কাতারে আমাদের পরস্পরের কাঁধগুলোকে মিলিয়ে দিতেন। আর বলতেনঃ ’’তোমার বরাবর হও, বিছিন্ন হয়ো না, তাহলে তোমাদের অন্তরগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমাদের মধ্যে ধৈর্য ও দৃঢ়তা সম্পন্ন এবং বুদ্ধিমান ব্যক্তিরা যেন আমার নিকটবর্তী থাকে। তারপর থাকবে তাদের পরবর্তীগণ এরপর থাকবে তাদের পরবর্তীগণ।’’

(মুসলিম প্রমূখ হাদীছটি বর্ণনা করেছেন ৪৩২)

الترهيب من تأخر الرجال إلى أواخر صفوفهم وتقدم النساء إلى أوائل صفوفهن ومن اعوجاج الصفوف

(صحيح) وَعَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَأنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْمَحُ مَنَاكِبَنَا وَيَقُولُ:"اسْتَوُوا، وَلا تَخْتَلِفُوا، فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِيَنِّي مِنْكُمْ أُولُو الأَحْلامِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ. (رواه مسلم وغيره)

(صحيح) وعن ابي مسعود رضي الله عنه، قال: كان رسول الله صلى الله عليه وسلم يسمح مناكبنا ويقول:"استووا، ولا تختلفوا، فتختلف قلوبكم، ليليني منكم اولو الاحلام والنهى، ثم الذين يلونهم، ثم الذين يلونهم. (رواه مسلم وغيره)

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)