৪৩৮

পরিচ্ছেদঃ ২১) গৃহে নফল সালাত পড়তে উদ্বুদ্ধকরণ

৪৩৮. (সহীহ্) আবু মূসা আল আশআরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে বাড়ীতে আল্লাহর যিকির হয় এবং যে বাড়ীতে আল্লাহর যিকির হয় না তার উদাহরণ জীবিত ও মৃত ব্যক্তির সাথে।’’[1]

(হাদীছটি বর্ণনা করেছেন বুখারী ৬৪০৭ ও মুসলিম ৭৭৯) [2]

الترغيب في صلاة النافلة في البيوت

(صحيح) وَعَنْ أبي موسى الأشعري رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللَّهُ فِيهِ وَالْبَيْتِ الَّذِي لَا يُذْكَرُ اللَّهُ فِيهِ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ. رواه البخاري ومسلم

صحيح وعن ابي موسى الاشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مثل البيت الذي يذكر الله فيه والبيت الذي لا يذكر الله فيه مثل الحي والميت رواه البخاري ومسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)