৩৩০

পরিচ্ছেদঃ ১০) মসজিদের সাথে ঘনিষ্ট সম্পর্ক রাখা এবং তাতে বসে থাকার প্রতি উদ্বুদ্ধকরণ

৩৩০. (হাসান লি গাইরিহী) আবু দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে একথা বলতে শুনেছিঃ ’’মসজিদ হচ্ছে প্রত্যেক আল্লাহ ভীরু ব্যাক্তির ঘর।’’

(ত্বাবরানী [কাবীর ও আওসাত] গ্রন্থদ্বয়ে এবং বাযযার হাদীছটি বর্ণনা করেছেন। বাযযার বলেনঃ হাদীছটির সনদ হাসান, মাযমাউল যাওয়ায়েদ ২০২৬)

এ অনুচ্ছেদে উল্লেখিত হাদীছসমূহ ছাড়া আরো অনেক হাদীছ রয়েছে। তন্মধ্যে কিছু ’সালাতের জন্যে অপেক্ষা করা’ অধ্যায়ে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ্। অনুচ্ছেদ নং ২২।

الترغيب في لزوم المساجد والجلوس فيها

(حسن لغيره) وَعَنْ أبِيْ الدَّرْداَءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قاَلَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ الْمَسْجِدُ بَيْتُ كُلِّ تَقِيٍّ..........رواه الطبراني في الكبير والأوسط والبزار

حسن لغيره وعن ابي الدرداء رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المسجد بيت كل تقيرواه الطبراني في الكبير والاوسط والبزار

হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবুদ দারদা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)