পরিচ্ছেদঃ ৯) মসজিদে গমণ করা। বিশেষ করে অন্ধকারে এবং তার ফযীলতের বর্ণনা
৩১৯. (সহীহ্ লি গাইরিহী) সাহল বিন সাদ আস্ সায়েদী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’অন্ধকারে মসজিদের পানে গমণকারীগণ কিয়ামত দিবসে পরিপূর্ণ নূরের সুসংবাদ গ্রহণ করুক।’’
(হাদীছটি বর্ণনা করেছেন ইবনু মাজাহ্ ৪৮০, ইবনু খুযায়মাহ্ ২/৩৭৭ তাঁর [সহীহ্] গ্রন্থে এবং হাকেম ১/২১২। হাদীছের বাক্য ইবনু খুযায়মাহ্ থেকে গৃহীত। হাকেম বলেনঃ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীছটি সহীহ্।
হাফেজ ইবনু হাজার বলেনঃ এ হাদীছটি ইবনু আব্বাস, ইবনু উমার, আবু সাঈদ খুদরী, যায়েদ বিন হারেছা, আয়েশা প্রমূখ (রাঃ) থেকেও বর্ণিত হয়েছে।
الترغيب في المشي إلى المساجد سيما في الظلم وما جاء في فضلها
(صحيح لغيره) وَعَنْ سهل بن سعد الساعدي رَضِيَ اللَّهُ عَنْهُ قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :لِيُبَشِّرِ الْمَشَّائِينَ إِلَى الْمَسَاجِدِ فِي الظُّلَمِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ.
. رواه ابن ماجه وابن خزيمة في صحيحه واللفظ له والحاكم وقال صحيح على شرط الشيخين