১৭৮

পরিচ্ছেদঃ ৭) ওযু করা এবং তা পরিপূর্ণ করার প্রতি উদ্ধুদ্ধ করণ

১৭৮. (হাসান সহীহ্) যিরর্ থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ তাঁরা (সাহাবীগণ) বললেনঃ হে আল্লাহর রাসূল! আপনার উম্মতের মধ্যে যাদেরকে আপনি দেখেননি তাদেরকে কিভাবে চিনবেন?

তিনি বললেনঃ ’’ওযুর প্রভাবে তাদের মুখমণ্ডল ও হস্ত-পদদ্বয় উজ্জল হবে, তাদেরকে সাদা-কালো অবস্থায় দেখা যাবে।’’

(ইবনু মাজাহ্ ২৮৪ ও ইবনু হিব্বান ১০৪৪ হাদীছটি বর্ণনা করেছেন)

الترغيب في الوضوء وإسباغه

(حسن صحيح) وَعَنْ زر عن عبد الله رَضِيَ اللَّهُ عَنْهُ أنهم قالوا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ قَالَ غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ مِنْ آثَارِ الْوُضُوءِ. رواه ابن ماجه وابن حبان

حسن صحيح وعن زر عن عبد الله رضي الله عنه انهم قالوا يا رسول الله كيف تعرف من لم تر من امتك قال غر محجلون بلق من اثار الوضوء رواه ابن ماجه وابن حبان

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৪. পবিত্রতা (كتاب الطهارة)