পরিচ্ছেদঃ ৯৩: অন্য আরেক প্রকার তাসবীহ
১৩৫০. মূসা ইবনু হিযাম আত্ তিরমিযী (রহ.) ..... যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, (একদিন) সাহাবায়ে কিরামকে আদেশ করা হলো- তারা যেন প্রত্যেক সালাতের পর ৩৩ বার সুবহানাল্ল-হ’ ৩৩ বার ’আলহামদুলিল্লা-হ’ এবং ৩৪ বার ’আল্ল-হু আকবার’ বলে। এরপর যায়দ ইবনু সাবিত (রাঃ)-এর স্বপ্নে এক আনসারী সাহাবী উপনীত হয়ে যায়দ (রাঃ)-কে লক্ষ্য করে বলা হলো, তোমাদের কি রাসূলুল্লাহ (সা.) আদেশ করেছেন যে, তোমরা প্রত্যেক সালাতের পর ৩৩ বার সুবহা-নাল্ল-হ, ৩৩ বার ’আলহামদুলিল্লা-হ এবং ৩৪ বার ’আল্ল-হু আকবার’ বলবে? তিনি বললেন, হ্যা। তখন ঐ আনসার বললেন, তোমরা ঐ তাসবীহগুলোকে ২৫ বার করে পড়বে এবং তাতে ’লা- ইলা-হা ইল্লাল্ল-হ’-কেও অন্তর্ভুক্ত করে নিবে। যখন ভোর হলো তিনি রাসূলুল্লাহ (সা.) -এর কাছে এসে স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলে তিনি বললেন, তোমরা তাসবীহগুলোকে অনুরূপভাবেই পড়বে।
نوع آخر من عدد التسبيح
أَخْبَرَنَا مُوسَى بْنُ حِزَامٍ التِّرْمِذِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنِ ابْنِ إِدْرِيسَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ كَثِيرِ ابْنِ أَفْلَحَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: أُمِرُوا أَنْ يُسَبِّحُوا دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيَحْمَدُوا ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُكَبِّرُوا أَرْبَعًا وَثَلَاثِينَ، فَأُتِيَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فِي مَنَامِهِ، فَقِيلَ لَهُ: أَمَرَكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُسَبِّحُوا دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتَحْمَدُوا ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُكَبِّرُوا أَرْبَعًا وَثَلَاثِينَ، قَالَ: نَعَمْ، قَالَ: فَاجْعَلُوهَا خَمْسًا وَعِشْرِينَ، وَاجْعَلُوا فِيهَا التَّهْلِيلَ فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: اجْعَلُوهَا كَذَلِكَ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۳۷۳۶)، مسند احمد ۵/۱۸۴، ۱۹۰، سنن الدارمی/الصلاة ۹۰ (۱۳۹۴) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1351 - صحيح
93. Another Number For The Tasbih
It was narrated that Zaid bin Thabit said: They were commanded to say the tasbih thirty-three times following the prayer, and to say the tahmid thirty-three times, and to say the takbir thirty-four times, then a man from among the Ansar was told in a dream: 'Did the Messenger of Allah (ﷺ) command you to say the tasbih thirty-three times following the prayer, and to say the tahmid thirty-three times, and to say the takbir thirty-four times?' He said: 'Yes.' 'Instead of that, say each one twenty-five times, and include the tahlil among them.' The next morning he came to the Messenger of Allah (ﷺ) and told him about that, and he said: 'Do that.'