পরিচ্ছেদঃ ৬৩: সালাতে তা'আব্বুয পড়া (বিতাড়িত শয়তান হতে পানাহ চাওয়া)
১৩০৭. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... ফারওয়াহ ইবনু নাওফাল (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশাহ্ (রাঃ)-কে বললাম, আমাকে এমন কিছু বলুন যা দ্বারা রাসূলুল্লাহ (সা.) তাঁর সালাতে দু’আ করতেন। তিনি বললেন, হ্যা, (বলব) রাসূলুল্লাহ (সা.) বলতেন-
“আল্ল-হুম্মা ইন্নী আ’উযুবিকা মিন শাররি মা- ’আমিলতু ওয়ামিন শাররি মা- লাম আ’ মাল” (হে আল্লাহ! আমি আপনার নিকট সেসব কর্মের খারাবী থেকে আশ্রয় চাই যা আমি করেছি এবং তাথেকেও যা আমি করিনি)।
بَاب التَّعَوُّذِ فِي الصَّلَاةِ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، قَالَ: قُلْتُلِعَائِشَةَ حَدِّثِينِي بِشَيْءٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِ فِي صَلَاتِهِ، فَقَالَتْ: نَعَمْ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الدعاء ۱۸ (۲۷۱۶)، سنن ابی داود/الصلاة ۳۶۷ (۱۵۵۰)، سنن ابن ماجہ/الدعاء ۳ (۳۸۳۹)، (تحفة الأشراف: ۱۷۴۳۰)، مسند احمد ۶/۳۱، ۱۰۰، ۱۳۹، ۲۱۳، ۲۵۷، ۲۷۸، ویأتی عند المؤلف فی الاستعاذة ۵۸ (بأرقام ۵۵۲۷ - ۵۵۳۰) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1308 - صحيح
63. Seeking Refuge With Allah When Praying
It was narrated that Farwah bin Nawfal said: I said to 'Aishah: 'Tell me of a supplication that the Messenger of Allah (ﷺ) used to say in his prayer.' She said: 'Yes. The Messenger of Allah (ﷺ) used to say: Allahumma inni author bika min sharri ma 'amiltu wa min sharri ma lam a'mal (O Allah, I seek refuge with You from the evil of that which I have done, and the evil of that which I have not done.)'