পরিচ্ছেদঃ ২১: রুকূ হতে মাথা উঠানোর সময় ইমাম কি বলবেন?
১০৬০. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন রুকূ হতে মাথা উঠাতেন, তখন বলতেন- “আল্ল-হুম্মা রব্বানা- ওয়ালাকাল হামদ” (হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা! আর প্রশংসা তোমারই জন্যে)।
بَاب مَا يَقُولُ الْإِمَامُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قال: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قال: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۵۲۹۵)، مسند احمد ۲/۲۷۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1061 - صحيح
21. What The Imam Says When He Raises His Head From Bowing
It was narrated that Abu Hurairah said: When the Prophet (ﷺ) raised his head from bowing, he said: 'Allahumma Rabbana wa lakal-hamd (O Allah, our Lord and to You be the praise).'