পরিচ্ছেদঃ ৩৭: ইমামের জন্যে সালাতে যা বৈধ
৮২৭. কুতায়বাহ্ (রহ.) ..... আবু কতাদাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে দেখেছি, তিনি লোকের ইমামতি করছেন, আর তখন তিনি উমামাহ্ বিনতু আবুল আসকে তার কাঁধে উঠিয়ে রাখছেন। যখন তিনি রুকূ করছেন তাঁকে রেখে দিচ্ছেন আর যখন সিজদা হতে উঠছেন, তাকে আবার তুলে নিচ্ছেন।
ما يجوز للإمام من العمل في الصلاة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قال: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَؤُمُّ النَّاسَ وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ أَبِي الْعَاصِ عَلَى عَاتِقِهِ فَإِذَا رَكَعَ وَضَعَهَا وَإِذَا رَفَعَ مِنْ سُجُودِهِ أَعَادَهَا .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۷۱۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 828 - صحيح
37. What Is Permissible For The Imam To Do During The Prayer
It was narrated that Abu Qatadah said: I saw the Messenger of Allah (ﷺ)leading the people in prayer, carrying Umamah bint Abi Al-As on his shoulder. When he bowed he put her down and when he stood up from prostration he picked her up again.