পরিচ্ছেদঃ ২৬: মসজিদে হাতিয়ার (অস্ত্র) বের করা প্রসঙ্গে
৭১৮. ’আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আবদুর রহমান ইবনুল মিসওয়ার আহ্ যুহরী, বাসরী ও মুহাম্মাদ ইবনু মানসূর (রহ.) ..... সুফইয়ান (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমর (রহ.)-কে বললাম, আপনি কি জাবির-কে বলতে শুনেছেন যে, এক লোক কতকগুলো তীর নিয়ে মসজিদে গেল, তখন রাসূলুল্লাহ (সা.) তাঁকে বললেন, এর ধারালো দিক হাতে ধর। তিনি বললেন, হ্যা (শুনেছি)।
إظهار السلاح في المسجد
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، قال: قُلْتُ لِعَمْرٍو: أَسَمِعْتَجَابِرًا، يَقُولُ: مَرَّ رَجُلٌ بِسِهَامٍ فِي الْمَسْجِدِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خُذْ بِنِصَالِهَا ؟ قَالَ: نَعَمْ.
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۶۶ (۴۵۱)، الفتن ۷ (۷۰۷۳)، صحیح مسلم/البر والصلة والآداب ۳۴ (۲۶۱۵)، وقد أخرجہ: سنن ابن ماجہ/الأدب ۵۱ (۳۷۷۷، ۳۷۷۸)، (تحفة الأشراف: ۲۵۲۷)، مسند احمد ۳/۳۰۸، ۳۵۰، سنن الدارمی/المقدمة ۵۳ (۶۵۷)، الصلاة ۱۱۹ (۱۴۴۲) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 719 - صحيح
26. Brandishing Weapons In The Masjid
Sufyan said: I said to 'Amr: 'Did you hear Jabir say: A man passed through the Masjid carrying arrows, and the Messenger of Allah (ﷺ) said to him: 'Hold then by the blades.'? He said: 'Yes.'