পরিচ্ছেদঃ
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ رُؤْيَةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّهُ جَلَّ وَعَلَا
নাবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মহামহিম ও গরিয়ান রব্ব কে দেখেছেন- এ মর্মে বর্ণনা:
৫৭. ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রব্বকে প্রত্যক্ষ করেছেন।[1]
قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَى قَوْلِ ابْنِ عَبَّاسٍ: (قَدْ رَأَى مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّهُ) أَرَادَ بِهِ بِقَلْبِهِ فِي الْمَوْضِعِ الَّذِي لَمْ يَصْعَدْهُ أَحَدٌ مِنَ الْبَشَرِ ارْتِفَاعًا فِي الشرف.
আবূ হাতিম (ইবনু হিব্বান) বলেন, ইবনু আব্বাস (রাঃ) এর এ কথা : নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রব্বকে প্রত্যক্ষ করেছেন’- এর দ্বারা বুঝিয়েছেন তিনি এমন স্থানে অন্তর দিয়ে তাঁকে প্রত্যক্ষ করেছেন, যে সুউচ্চ মর্যাদার আসনে অপর কোন মানুষ কখনো উন্নীত হয়নি।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرٍو الْمُعَدَّلُ بِوَاسِطَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ الْقَطَّانُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:
(قَدْ رَأَى محمد صلى الله عليه وسلم ربه)
= [14: 3]
[تعليق الشيخ الألباني]
حسن صحيح - ((الظلال)) (434 ـ 437 و 439).
الحديث: 57 ¦ الجزء: 1 ¦ الصفحة: 185
আরনাউত্ব: হাসান।
তাখরীজ: তিরমিযী, ৩২৮০; ইবনু খুযাইমা, আত তাওহীদ পৃ.-২০০; বাইহাকী, আসমা ওয়াস সিফাত পৃ.৪৪২-৪৪৩; তাবারী, তাফসীর, ২৭/৫২; তাবারানী, কাবীর ১০৭২৭।
মাসআলাটিতে সাহাবাগণ মতভেদ করেছেন। আয়িশা ও ইবনু মাসউদ (রাঃ) তা অস্বীকার করেছেন। আর আর অধিকাংশ একে সাব্যস্ত করেছেন। তবে, সেটি প্রত্যক্ষ দর্শন নাকি ক্বলবী দর্শন সে ব্যাপারেও মতভেদ রয়েছে। বিস্তারিত দেখুন, ফাতহুল বারী ৮/৬০৮-৬০৯ ও ইবনুল কাইয়্যুম, যাদুল মা’আদ ৩/৩৬-৩৮।