পরিচ্ছেদঃ ৪৩/৩৬. নবী (ﷺ) এর অনুসরণের অপরিহার্য।
১৫২০. যুবাইর (রাঃ) বলেন, আমার ধারণা এ আয়াতটি এ সম্পর্কে নাযিল হয়েছেঃ তোমার রবের কসম, তারা মু’মিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ-বিসম্বাদের বিচার-ভার আপনার উপর অর্পণ না করে- (আন-নিসাঃ ৬৫)।
وجوب اتباعه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَقَالَ الزُّبَيْرُ: وَاللهِ إِنِّي لأَحْسِبُ هذِهِ الآيَةَ نَزَلَتْ فِي ذلِكَ (فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ)
فقال الزبير: والله اني لاحسب هذه الاية نزلت في ذلك (فلا وربك لا يومنون حتى يحكموك فيما شجر بينهم)
সহীহুল বুখারী, পৰ্ব ৪২: পানি সেচ, অধ্যায় ৬, হাঃ ২৩৬০; মুসলিম, পর্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ৩৬, হাঃ ২৩৫৭
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ্ ইবনু-যুবায়র (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪৩/ ফাযায়েল (كتاب الفضائل)