১৫১৬

পরিচ্ছেদঃ ৪৩/৩৩. নবী (ﷺ) কত দিন মক্কাহ ও মদিনায় অবস্থান করেন?

১৫১৬. ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তের বছর কাটান। তিনি তিষট্টি বছর বয়সে মারা যান।

كم أقام النبيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بمكة والمدينة

حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَكَثَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمَكَّةَ ثَلاَثَ عَشْرَةَ، وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ

حديث ابن عباس، قال: مكث رسول الله صلى الله عليه وسلم، بمكة ثلاث عشرة، وتوفي وهو ابن ثلاث وستين

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪৩/ ফাযায়েল (كتاب الفضائل)