পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
১৪৬০. আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের স্বপ্ন নবুয়তের ছয়চল্লিশ ভাগের এক ভাগ।
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ
حديث ابي هريرة رضي الله عنه، ان رسول الله صلى الله عليه وسلم قال: رويا المومن جزء من ستة واربعين جزءا من النبوة
সহীহুল বুখারী, পর্ব ৯১: স্বপ্নের ব্যাখ্যা করা, অধ্যায় ৪, হাঃ ৬৯৮৮; মুসলিম, পর্ব ৪২: স্বপ্ন, অধ্যায় হাঃ ২২৬৩
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪২/ স্বপ্ন (كتاب الرؤيا)