পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
১৪৫৮. উবাদাহ ইবনু সামিত (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেন, মু’মিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
حديث عُبَادَة بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ
حديث عبادة بن الصامت، عن النبي صلى الله عليه وسلم قال: رويا المومن جزء من ستة واربعين جزءا من النبوة
সহীহুল বুখারী, পর্ব ৯১: স্বপ্নের ব্যাখ্যা করা, অধ্যায় ৪, হাঃ ৬৯৮৭; মুসলিম, পর্ব ৪১ : স্বপ্ন, অধ্যায় হাঃ ২২৬৪
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উবাদা ইব্নুস সামিত (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪২/ স্বপ্ন (كتاب الرؤيا)