পরিচ্ছেদঃ ২১/২১. বিনা ভাড়ায় জমিতে চাষ করতে দেয়া।
৯৯৮. ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্গাচাষ নিষেধ করেননি। তবে তিনি বলেছেন, আমাদের কেউ তার ভাইকে জমি দান করুক, এটা তার জন্য তার ভাইয়ের কাছ হতে নির্দিষ্ট উপাৰ্জন গ্রহণ করার চেয়ে উত্তম।
الأرض تمنح
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَنْهَ عَنْهُ (أَيِ الْمُخَابَرَةِ) وَلكِنْ قَالَ: أَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهِ خَرْجًا مَعْلُومًا
حديث ابن عباس، ان النبي صلى الله عليه وسلم لم ينه عنه (اي المخابرة) ولكن قال: ان يمنح احدكم اخاه خير له من ان ياخذ عليه خرجا معلوما
সহীহুল বুখারী, পৰ্ব ৪১: চাষাবাদ, অধ্যায় ১০, হাঃ ২৩৩০; মুসলিম, পর্ব ২১: ক্ৰয়-বিক্ৰয়, অধ্যায় ২১, হাঃ ১৫৫০
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
২১/ ক্ৰয়-বিক্ৰয় (كتاب البيوع)