পরিচ্ছেদঃ ৪১. হত্যাকারীর মীরাছ
৩১১৯. মা’মার হতে বর্ণিত, কোনো লোক তার স্ত্রীর বিরুদ্ধে (যিনার) অভিযোগ করলো এবং সে সাক্ষী উপস্থিত করলো। ফলে তাকে (স্ত্রীলোকটিকে) পাথর মেরে হত্যা করা হলো।– এ সম্পর্কে কাতাদাহ (রহঃ) বলেন, সে লোকটি তার (স্ত্রীলোকটির) মীরাছ পাবে।[1]
باب مِيرَاثِ الْقَاتِلِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ابْنِ الْمُبَارَكِ عَنْ مَعْمَرٍ عَنْ قَتَادَةَ فِي رَجُلٍ قَذَفَ امْرَأَتَهُ وَجَاءَ بِشُهُودٍ فَرُجِمَتْ قَالَ يَرِثُهَا
حدثنا سعيد بن المغيرة عن ابن المبارك عن معمر عن قتادة في رجل قذف امراته وجاء بشهود فرجمت قال يرثها
[1] তাহক্বীক্ব: এর সনদ কাতাদাহ পর্যন্ত সহীহ।
তাখরীজ : আমি এটি এখানে ব্যতীত আর কোথাও পাইনি।
তাখরীজ : আমি এটি এখানে ব্যতীত আর কোথাও পাইনি।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মা’মার (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
২১. উত্তরাধিকার অধ্যায় (كتاب الفرائض)