পরিচ্ছেদঃ ১২. দাদা সম্পর্কে উমার রাদ্বিয়াল্লাহু আনহু-এর মতামত
২৯৫২. শা’বী (রহঃ) হতে বর্ণিত, ইসলামে উমার রাদ্বিয়াল্লাহু আনহু-ই সর্বপ্রথম দাদাকে মীরাছ দিয়েছেন।[1]
باب فِي قَوْلِ عُمَرَ فِي الْجَدِّ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ عَنْ عَاصِمٍ عَنْ الشَّعْبِيِّ قَالَ إِنَّ أَوَّلَ جَدٍّ وَرِثَ فِي الْإِسْلَامِ عُمَرُ
اخبرنا محمد بن عيينة عن علي بن مسهر عن عاصم عن الشعبي قال ان اول جد ورث في الاسلام عمر
[1] তাহক্বীক্ব: এর সনদ জাইয়্যেদ।
তাখরীজ: আব্দুর রাযযাক, আল মুসান্নাফ ১৯০৪১।
তাখরীজ: আব্দুর রাযযাক, আল মুসান্নাফ ১৯০৪১।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ শা‘বী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
২১. উত্তরাধিকার অধ্যায় (كتاب الفرائض)