পরিচ্ছেদঃ ২৩. পাগড়ির উপর মাসেহ্ করা
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৫৩১, আন্তর্জাতিক নাম্বারঃ ২৭৫
৫৩১। এ হাদীসটই সুওয়ায়দ ইবনু সাঈদ (রহঃ) ... একই সনদে আমাশ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাদীসে এরুপ রয়েছে যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি......।
باب الْمَسْحِ عَلَى النَّاصِيَةِ وَالْعِمَامَةِ
وَحَدَّثَنِيهِ سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَلِيٌّ - يَعْنِي ابْنَ مُسْهِرٍ - عَنِ الأَعْمَشِ بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
وحدثنيه سويد بن سعيد حدثنا علي - يعني ابن مسهر - عن الاعمش بهذا الاسناد وقال في الحديث رايت رسول الله صلى الله عليه وسلم
This tradition is transmitted by A'mash with this addition;, I saw the Messenger of Allah (ﷺ)."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
২/ তাহারাত (পবিত্রতা) ( كتاب الطهارة)