পরিচ্ছেদঃ ৬২. নাম পরিবর্তন করা সম্পর্কে
২৭৩৬. আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, আগে যাইনাবের নাম ছিল বাররা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন যায়নব।[1]
باب فِي تَغْيِيرِ الْأَسْمَاءِ
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ اسْمُ زَيْنَبَ بَرَّةَ فَسَمَّاهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْنَبَ
حدثنا مسدد حدثنا يحيى بن سعيد حدثنا شعبة حدثنا عطاء بن ابي ميمونة عن ابي رافع عن ابي هريرة قال كان اسم زينب برة فسماها النبي صلى الله عليه وسلم زينب
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: বুখারী, আদাব ৬১৯২; মুসলিম, আদাব ২১৪১।
আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৫৮৩০ তে।
তাখরীজ: বুখারী, আদাব ৬১৯২; মুসলিম, আদাব ২১৪১।
আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৫৮৩০ তে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১৯. অনুমতি গ্রহণ অধ্যায় (كتاب الاستئذان)