পরিচ্ছেদঃ ২৮. রমল করার সময় চাঁদর ডান বগলের নিচ দিয়ে তার দু‘পাশ বাম কাঁধে পেঁচিয়ে পরিধান করা
১৮৮০. ইবনু ইয়া’লা তার পিাতা ইয়া’লা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর (একটি সবুজ) চাঁদর তাঁর ডান বগলের নিচ দিয়ে তার দু’পাশ বাম কাঁধে প্যাঁচানো অবস্থায় (বায়তুল্লাহ)তাওয়াফ সম্পন্ন করেন।[1]
بَاب الِاضْطِبَاعِ فِي الرَّمَلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ هُوَ ابْنُ جُبَيْرٍ عَنْ ابْنِ يَعْلَى عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ طَافَ مُضْطَبِعًا
اخبرنا محمد بن يوسف حدثنا سفيان عن ابن جريج عن عبد الحميد هو ابن جبير عن ابن يعلى عن ابيه عن النبي صلى الله عليه وسلم انه طاف مضطبعا
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ; ইবনু জুরাইজ এটি আন’আন পদ্ধতিতে বর্ণনা করেছেন।
তাখরীজ: ইবনু মাজাহ, মানাসিক ২৯৫৪; বাইহাকী, হাজ্জ ৫/৭৯; আহমাদ ৪/২২২,২২৩, ২২৪; আবূ দাউদ, মানাসিক ১৮৮৩; তিরমিযী, হাজ্জ ৮৫৯। আমার বক্তব্য: এর শাহিদ হাদীস রয়েছে ইবনু আব্বাস (রা:) হতে যার তাখরীজ আমরা দিয়েছি মুসনাদুল মাউসিলী নং ২৫৭৪তে সহীহ সনদে। দেখুন, তালখীসুল হাবীর ২/২৪৮ ও নাইলূল আওতার ৫/১১০-১১১।
তাখরীজ: ইবনু মাজাহ, মানাসিক ২৯৫৪; বাইহাকী, হাজ্জ ৫/৭৯; আহমাদ ৪/২২২,২২৩, ২২৪; আবূ দাউদ, মানাসিক ১৮৮৩; তিরমিযী, হাজ্জ ৮৫৯। আমার বক্তব্য: এর শাহিদ হাদীস রয়েছে ইবনু আব্বাস (রা:) হতে যার তাখরীজ আমরা দিয়েছি মুসনাদুল মাউসিলী নং ২৫৭৪তে সহীহ সনদে। দেখুন, তালখীসুল হাবীর ২/২৪৮ ও নাইলূল আওতার ৫/১১০-১১১।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ ইয়ালা ইবন উমাইয়া (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
৫. হজ্জ অধ্যায় (كتاب المناسك)