পরিচ্ছেদঃ ২৭. যে ব্যক্তি (তাওয়াফের সময়) তিনবার রমল করে (দৌড়ে চলে) এবং চারবার স্বাভাবিকভাবে হেঁটে চলে
১৮৭৭. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ হতে হাজরে আসওয়াদ পর্যন্ত (প্রথম) তিন চক্করে রমল করেছেন।[1]
بَاب مَنْ رَمَلَ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ قَالَ رَمَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْحَجَرِ إِلَى الْحَجَرِ ثَلَاثَةَ أَشْوَاطٍ
اخبرنا احمد بن عبد الله حدثنا مالك بن انس عن جعفر بن محمد عن ابيه عن جابر قال رمل رسول الله صلى الله عليه وسلم من الحجر الى الحجر ثلاثة اشواط
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: মালিক, হাজ্জ, ১০৮; মুসলিম, হাজ্জ১২৬৩;
আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি মুসনাদুল মাউসিলী নং ১৮১০, ১৮৮২, ২২০২;সহীহ ইবনু হিব্বান নং ৩৮১৩ ও মাযমাউয যাওয়াইদ নং ৫৫৩৪, ৫৫৩৫ তে।
তাখরীজ: মালিক, হাজ্জ, ১০৮; মুসলিম, হাজ্জ১২৬৩;
আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি মুসনাদুল মাউসিলী নং ১৮১০, ১৮৮২, ২২০২;সহীহ ইবনু হিব্বান নং ৩৮১৩ ও মাযমাউয যাওয়াইদ নং ৫৫৩৪, ৫৫৩৫ তে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
৫. হজ্জ অধ্যায় (كتاب المناسك)